বিধাননগর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব (Bidhannagar Shree Bhumi Sporting Club) এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)-র উদ্যোগে শুরু হলো বিনামূল্যে (Free) মেগা কোভিড টিকাকরণ শিবির (Covid Vaccination Camp)। আজ থেকে পাঁচ দিন চলবে এই ক্যাম্প। এখানে বিভিন্ন পুজো কমিটি গুলির সঙ্গে যুক্ত এরকম প্রায় ৫০০ ক্লাবের ১০ হাজার মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হবে। আজ শুরুর দিনেই সশরীরে ক্যাম্পে উপস্থিত থেকে পুরো ব্যাবস্থাপনা খতিয়ে দেখেন মন্ত্রী সুজিত বসু। পাশাপাশি এদিন মন্ত্রী জানান আগস্ট মাসের শেষে পুনরায় এরকম একটি ক্যাম্প করার পরিকল্পনা রয়েছে তাদের।