করোনা সংক্রমণের আতঙ্কের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। আর এবারে উদ্বেগ শিশুদের নিয়ে। কারণ ইতিমধ্যে ব্রাজিল সহ অনেক দেশে শিশুরাও করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। তবে শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অপূর্ব ঘোষের বক্তব্য, বিজ্ঞানসম্মত ভাবে এর যৌক্তিকতা আদৌ আছে কিনা তা নিয়ে সংশয় আছে, তবে এবিষয় নিয়ে উদ্বিগ্ন হবার কারণ নেই। বেশি প্রয়োজন করোনা ঠেকাতে স্বাস্থ্য বিধি মেনে চলা। তবে বিদেশে শিশুদের টিকার পরীক্ষা চলছে, তা চূড়ান্ত হলে এখানেও টিকা করণ করতে হবে।