Advertisement

অপরাধ

Ilish : ১৪০ কেজি ইলিশ গেঁথেছে মুর্শিদাবাদ পুলিশের বড়শিতে!

গোপাল ঠাকুর
  • ইসলামপুর,
  • 24 Sep 2021,
  • Updated 5:11 PM IST
  • 1/14

Ilish: মাছ নিয়ে বাঙালির আদরের শেষ নেই। তার মধ্যে ইলিশ হলে তো কথাই নেই। ভাল খবর হল, বাংলায় এসেছে পদ্মার ইলিশ। ইলিশের এই মারকাটারি চাহিদার জন্য বোধহয় ইলিশের চোলাচালানও শুরু হয়েছে।

  • 2/14

তেমনই একটা ঘটনার কথা জানা গেল মুর্শিদাবাদের ইসলামপুরে। সেখানে ১৪০ কেজি ইলিশ ধরা পড়ল। সেগুলি নিয়ম না মেনে নিয়ে যাওয়া হচ্ছিল।

  • 3/14

গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ইসলামপুর থানার ইসলামপুর টোলে নাকা তল্লাশি চালানোর সময় ১৪০ কেজি ইলিশ মাছ-সহ পুলিস দুই জনকে গ্রেপ্তার করে। 

  • 4/14

পুলিস জানিয়েছে, ধৃত দুই জনের নান বিদ্যুৎ হালদার ও বিপ্লব হালদার।

  • 5/14

বিদ্যুৎ হালিদারেরববাড়ি জলঙ্গি থানার হোগলারদেয়ার এবং অপর জনের বাড়ি ওই থানা এলাকার জয়কৃষ্ণপুরে।

  • 6/14

ইসলামপুর থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, সূত্র মারফত খবর ছিল বৃহস্পতিবার বিকেলে ওপার বাংলা থেকে প্রচুর পরিমাণে ইলিশ সীমান্ত পেরিয়ে আসছে।

  • 7/14

খবর মোতাবেক বিকেল থেকেই ইসলামপুর টোল এবং টোল সংলগ্ন এলাকায় নাকা তল্লাশি শুরু হয়। রাত ১০ টা নাগাদ একটি মারুতি ভ্যানে তল্লাশি চালিয়ে ১৪০ কেজি ইলিশ উদ্ধার হয়।

  • 8/14

উল্লেখ্য, বাংলাদেশের ইলিশের কদর এবং চাহিদা এই রাজ্যে তুঙ্গে।

  • 9/14

বর্ষার মরসুম শুরু হওয়ার পরে থেকেই চোরাপথে সীমান্ত পেরিয়ে এ রাজ্যে আসছে। 

  • 10/14

বেশ কিছু ক্ষেত্রে চোরাকারবারিরা সফল হলেও বিএসএফ ও পুলিশের হাতে ধরাও পড়ছে। কিছুদিন আগে জলঙ্গি সীমান্ত দিয়ে চোরাচালানের সময় বিএসএফ ২৫৭ কেজি ইলিশ উদ্ধার করে।

  • 11/14

বহু প্রতীক্ষার পর কলকাতা এল বাংলাদেশের ইলিশ। বুধবার রাতে বাংলাদেশ থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ বোঝাই লরি এ রাজ্যে ঢোকে।

  • 12/14

বৃহস্পতিবার সকাল থেকে হাওড়া পাইকারি মাছ বাজারের শুরু হয়েছে ওই ইলিশের বেচাকেনা।

  • 13/14

২০১২ সালে শেখ হাসিনার সরকার ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। 

  • 14/14

এরপর ওপার বাংলা থেকে এপার বাংলায় ইলিশ রফতানি বন্ধ ছিল। কিন্তু বাংলাদেশ সরকার গত দু'বছর পর এ বছরেও পুজোর আগে উপহার হিসেবে বাংলাদেশের ইলিশ পাঠাতে রাজি হয়।

Advertisement
Advertisement