Advertisement

অপরাধ

প্রতিমা বিসর্জন-ফেরত মানুষদের উপর বোমাবাজির অভিযোগ, রণক্ষেত্র দুর্গাপুর

অনিল গিরি
  • দুর্গাপুর,
  • 17 Oct 2021,
  • Updated 1:26 PM IST
  • 1/9

দুর্গার প্রতিমা বিসর্জনের পর অশান্তি। প্রতিমা বিসর্জনে যাঁরা গিয়েছিলেন তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা দুর্গাপুরে। 
 

  • 2/9

এই ঘটনার ৬ জন জখম হয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল দুর্গাপুরের অন্নপূর্ণানগর।

  • 3/9

স্থানীয়রা জানিয়েছেন, দুর্গাপুজোর ভাসান সেরে ফিরছিলেন একদল লোক। তাঁদের উপর দুষ্কৃতীরা আক্রমণ চালায়। চালায় বোমাবাজিও। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। 
 

  • 4/9

 খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। হামলাকারীরা বিসর্জন-ফেরত মানুষদের উপর হামলা চালায় বলেও অভিযোগ। স্থানীয়দের এও দাবি, অন্য সম্প্রদায়ের মানুষরা এই হামলা চালায়। 

  • 5/9

আক্রান্তদের অভিযোগ, তাঁরা বিসর্জন সেরে ফিরছিলেন। সেই সময় তাঁদের উপর হামলা চালানো হয়। মদ খাওয়ার জন্য টাকা দাবি করে দুষ্কৃতীরা। আর তা না দেওায়ায় হামলা চালানো হয়। 

  • 6/9

এখানেই শেষ নয়, আক্রান্তদের এও দাবি, হামলাকারীরা মন্দিরেও নাকি ভাঙচুর চালিয়েছে। 

  • 7/9

দুর্গাপুর পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। তবে ,পুলিশ তা নিয়ন্ত্রণে নিয়ে আসে। 

  • 8/9

কে বা কারা হামলা চালিয়েছে তার তদন্ত শুরু হয়েছে। বেশ কয়েকজন সামান্য জখম হয়েছেন। যারা হামলা চালিয়েছ, তাতের গ্রেফতার করা হবে।

  • 9/9

এদিকে এই নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ পরে টুইট করে। তাদের তরফে জানানো হয়, কোনও বোমাবাজির ঘটনা ঘটেনি। কেউ কেউ অপপ্রচার করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করা হবে। 

 

 

Advertisement
Advertisement