Advertisement

মগরাহাটে পিস্তল হাতে 'আবেগী' Reels যুবকের, পুলিশি হানায় উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

কীভাবে ওই যুবকের কাছে এতো আগ্নেয়াস্ত্র এল, তা স্পষ্ট নয়। পাশাপাশি একই রাতে উস্থি থানার দেউলার নাজরা থেকেও ৫ টি তাজা বোমা সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি  পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধৃত ৩ জনকে আজ ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে।

পুলিশি অভিযানে ধৃত যুবকপুলিশি অভিযানে ধৃত যুবক
প্রসেনজিৎ সাহা
  • দক্ষিণ ২৪ পরগণা,
  • 05 Apr 2022,
  • अपडेटेड 9:13 AM IST
  • মগরাহাটে পিস্তল হাতে 'আবেগী' Reels যুবকের
  • পুলিশি হানায় উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
  • তদন্ত শুরু পুলিশের

আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলস করে ধৃত মগরহাটের যুবক। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালিয়ে উদ্ধার আরও প্রচুর আগ্নেয়াস্ত্র। কীভাবে ওই যুবকের কাছে এতো আগ্নেয়াস্ত্র এল, তা স্পষ্ট নয়। পাশাপাশি একই রাতে উস্থি থানার দেউলার নাজরা থেকেও ৫ টি তাজা বোমা সহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। পাশাপাশি  পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ধৃত ৩ জনকে আজ ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে।

ধৃত অভিযুক্ত যুবক

আগ্নেয়াস্ত্র নিয়ে রিলস ভিডিও করে ইনস্টাগ্রামে আপলোড করে ইমরান খান নামে ওই যুবক। এরপরেই ভিডিওর সূত্র ধরে মগরাহাটের ওই  যুবককে গ্রেফতার করে পুলিশ।  তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে মঙ্গলবার রাতেই মগরাহাটের মাইতলা এলাকায় অভিযান চালিয়ে ৮ টি আগ্নেয়াস্ত্র সহ ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত যুবক ইমরান খান বিলান্দাপুর এলাকার বাসিন্দা। পাশাপাশি উস্থি থানার নাজরা এলাকা থেকে তাজা বোমা উদ্ধারের পাশাপাশি মঙ্গলবার রাতে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ২ সেলিম সেখ ও আলাউদ্দিন সেখ দেউলার নাজরার বাসীন্দা। 

আরও পড়ুন

তল্লাশি পুলিশের

উস্তি থানা এলাকার কেয়াকোনাতে বোমা বিস্ফোরণে সম্প্রতি আহত হয় ১ শিশু। এরপর থেকেই এলাকায় কড়া নজরদারি চালাচ্ছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়,  মগরাহাট থানার বিলন্দপুর খালাপাড়ের বাসীন্দা বছর ২০ যুবক ইমরান খান নিজের ইনস্টাগ্রাম একাউন্টে আগ্নেয়াস্ত্র নিয়ে ভিডিও রিলস করে আপলোড করে। আর এই ঘটনা পুলিশের নজরে আসলেই মঙ্গলবার গভীর রাতে ডায়মন্ড হারবারের SDPO মিতুন দে ও  মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ধীমান বৈরাগীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদ চালিয়ে মাইতলা এলাকা থেকে ৮ টি আগ্নেয়াস্ত্র ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। 

Read more!
Advertisement
Advertisement