Advertisement

Fake Passport Arrest: রাজ্যে পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার আরও ১, উদ্ধার জাল আধারকার্ডও

বাংলাদেশি অনুপ্রবেশ, জঙ্গি গ্রেফতারের মতো একের পর এক ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এরই মধ্যে পুলিশের জালে ধরা পড়ল জাল আধার, প্যান, পাসপোর্ট বানানো মোক্তার আলম। এই দ্বিতীয়বার। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মোক্তারকে গ্রেফতার করেন গোয়েন্দারা।

জাল আধার-প্যানকাণ্ডে গ্রেফতার মোক্তার আলমজাল আধার-প্যানকাণ্ডে গ্রেফতার মোক্তার আলম
Aajtak Bangla
  • উত্তর ২৪ পরগনা,
  • 25 Dec 2024,
  • अपडेटेड 4:11 PM IST

বাংলাদেশি অনুপ্রবেশ, জঙ্গি গ্রেফতারের মতো একের পর এক ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এরই মধ্যে পুলিশের জালে ধরা পড়ল জাল আধার, প্যান, পাসপোর্ট বানানো মোক্তার আলম। এই দ্বিতীয়বার। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অভিযান চালিয়ে মোক্তারকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ধৃত ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে এর আগেও গ্রেফতার হয়েছিলেন বলে জানা গেছে। বুধবার সকালে অভিয়ান চালিয়ে মোক্তারকে গ্রেফতার করা হয়।

ধৃতের বাড়ি থেকে প্রচুর প্যান কার্ড ও ডেবিট কার্ড উদ্ধার হয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এর আগে ২০২১ সালে জাল নথি তৈরির অভিযোগে চুঁচুড়া থেকে গ্রেফতার হয়েছিলেন মোক্তার। তার পর কয়েকমাস জেলবন্দি ছিলেন। জামিনে মুক্তি পাওয়ার পর ফের পুরনো কারবারে ফিরে যায় মোক্তার।

প্রতিবেশীর দাবি, মোক্তার খুব ভালো ছেলে ছিল। তাঁর পরিবারে এক ছেলে, মেয়ে, স্ত্রী ও নাতি-নাতনি আছে। এর আগেও তাঁকে এই কাজের জন্য ব্যবহার করা হয়।

মোক্তাের ছেলের দাবি, "আমদানি-রফতানির ব্যবসা করত বাবা। জাল পাসপোর্টের সঙ্গে যুক্ত ছিল না। কাল হঠাৎ পুলিশ এসে বাবার প্যআন-আধার কার্ড নিয়ে চলে গেল।" এর আগেও চুঁচুড়া থানার পুলিশ এই একই তাঁকে গ্রেফতার করেছিল। মঙ্গলবার পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালায়। বাড়ি থেকে প্রচুর ভোটার, আধার, প্যান ও এটিএম কার্ড বাজেয়াপ্ত করে পুলিশ। একাধিক পাসপোর্টও উদ্ধার হয়েছে। 

জাল পাসপোর্ট চক্রের তদন্তে কারা আছেন তা ধরতে গত ২৩ ডিসেম্বর  তদন্তে নামেন গোয়েন্দারা। এই চক্রে জড়িত থাকার অভিযোগে বারাসত থেকে সমরেশ বিশ্বাস ও তাঁর ছেলে লিটনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল বিভাগ। তাদের কাছ থেকে প্রচুর জাল নথি ও নামের তালিকা পাওয়া গিয়েছিল। সমরেশ বাংলাদেশ থেকে ভারতে ফিরেছিলেন বলে জানা গিয়েছিল। তাকে জেরা করে মোক্তারের নাম পাওয়া গেছে বলে মনে করা হচ্ছে। তারা কাদের এই পাসপোর্ট দিয়েছিল তা তল্লাশি করছেন গোয়েন্দারা।

Advertisement

Read more!
Advertisement
Advertisement