Advertisement

Baguiati Murder: কেন খুন অতনুকে-কীভাবে লাশ গায়েব, জেরায় সত্যেন্দ্র জানাল...

Baguiati Murder: সত্যেন্দ্র জানিয়েছে, অতনুর সঙ্গে একই পাড়াতে থাকত সে। অতনু বেশ কয়েকদিন আগে নতুন বাইক কিনবে বলে যোগাযোগ করেছিল তার সঙ্গে। মূলত বাইক কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিল সত্যেন্দ্র। ২ লাখ টাকায় অতনুকে ভালো বাইক দেবে বলে জানায় সত্যেন্দ্র।

বাগুইআটি হত্যাকাণ্ড। ফাইল ছবিবাগুইআটি হত্যাকাণ্ড। ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Sep 2022,
  • अपडेटेड 7:58 AM IST
  • কেন খুন অতনুকে-কীভাবে লাশ গায়েব
  • জেরায় সত্যেন্দ্র জানাল...
  • জানুন বিস্তারিত তথ্য

Baguiati Murder: টাকা চেয়ে অপমান। আর সেই রাগের মাথাতেই অতনুকে খুন করেছে সত্যেন্দ্র। সিআইডির প্রাথমিক জেরায় এমনটাই সত্যেন্দ্র জানিয়েছে বলে খবর। বাংলা সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সত্যেন্দ্র এমনটা জানালেও বয়ানে কিছু অসঙ্গতি খুঁজে পাচ্ছেন তদন্তকারীর। কারণ, সত্যেন্দ্রকে বাইক কিনে দেওয়ার জন্য ৫০ হাজার টাকা দিয়েছিল অতনু। পরে সেই টাকা ফেরত চাইলে ধারদেনায় জর্জরিত সত্যেন্দ্রর সঙ্গে বচসা বাধে। কিন্তু অতনুকে খুন করতে সত্যেন্দ্র যাদের নিয়ে এসেছিল, তাদের পিছনেও তো প্রচুর খরচ হয়েছে। ৫০ হাজার টাকা ফেরত না দেওয়ার জন্য কেন কেউ উল্টে আরও বেশি খরচ করবে। এই বিষয়টি ভাবাচ্ছে তদন্তকারীদের।

কেন খুনের ছক

সত্যেন্দ্র জানিয়েছে, অতনুর সঙ্গে একই পাড়াতে থাকত সে। অতনু বেশ কয়েকদিন আগে নতুন বাইক কিনবে বলে যোগাযোগ করেছিল তার সঙ্গে। মূলত বাইক কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিল সত্যেন্দ্র। ২ লাখ টাকায় অতনুকে ভালো বাইক দেবে বলে জানায় সত্যেন্দ্র। অগ্রিম হিসাবে ৫০ হাজার টাকা নেয় সে। কিন্তু সপ্তাহ খানেক পেরিয়ে গেলেও অতনুকে ভালো কোনও বাইক দেখাতে পারেনি সত্যেন্দ্র। এ নিয়ে অতনুর সঙ্গে বচসাও হয় সত্যেন্দ্রর। সত্যেন্দ্র দাবি, অতনু প্রায়ই তাকে উদ্দেশ্য করে খারাপ কথা বলত। এমনকী সত্যেন্দ্রর স্ত্রী, সন্তানদেরও রেয়াত করত না। এর পরেই অতনুকে সরিয়ে ফেলার ছক কষে সত্যেন্দ্র।

আরও পড়ুন

কীভাবে খুন

পুলিশি জেরায় জানিয়েছে, ২২ তারিখ একটি গাড়ির শো রুমে অতনুকে নিয়ে যাবে বলে কথা দেয় সত্যেন্দ্র। আগে থেকে অভিযুক্ত অভিজিৎ বসু সহ আরও ৪ জনকে নিউটাউনের হোটেলে এনে রেখেছিল সত্যেন্দ্র। কিন্তু দেখা যায়, অতনু সঙ্গে তার বন্ধু অভিষেক নস্করকেও নিয়ে আসে। দুটি গাড়িতে করে তারা বিভিন্ন বাইকের শো রুমে যায়। কিন্তু সেখানে একটি বাইকও পছন্দ হয়নি অতনুর। শেষে রেগে গিয়ে সেখানেই টাকা ফেরত চায় অতনু। এর পরেই চলন্ত গাড়িতে ফেরার পথে শ্বাসরোধ করে খুন করা হয় অতনু এবং অভিষেককে। হাড়োয়া এবং ন্যাজাটের মাছের ভেড়িতে তাদের দেহ ফেলে দেওয়া হয়। খুনে ব্যবহৃত গাড়িটি রুবি মোড়ের কাছে রেখে, দ্বিতীয় গাড়িটি করে চম্পট দেয় তারা। মুম্বই পালানোর ছক ছিল সত্যেন্দ্রর। কিন্তু তার আগেই সিআইডির জালে ধরা পড়ে সে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement