ভারতে অনুপ্রবেশের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই দালালের সাহায্য নেয় বাংলাদেশিরা। গত কয়েক মাসে অবৈধ অনুপ্রবেশকারী ধরতে গিয়ে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। বহুক্ষেত্রে মোটা টাকার বিনিময়ে বেআইনিভাবে বাংলাদেশিদের ভারতে ঢুকতে সাহায্য করে এই দালালরা। শনিবারএমনই এক দালালের খোঁজ পেয়ে তার বাড়িতে অ্যাকশন নিল পুলিশ। অভিযুক্ত দালাল পালিয়ে গেলেও ধরা পড়ল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঘটনাটি নদিয়ার ধানতলার।
জানা গিয়েছে, দুই ধৃতই বাংলাদেশের নাগরিক। এক মাস আগে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল। যদিও যার বাড়িতে তারা আশ্রয় নিয়েছিল, সেই দালাল পলাতক। সেই ব্যক্তি কোনও বড় দালাল চক্রের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। পলাতকের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযানে যায় ধানতলা থানার পুলিশ। সেই বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি নাগরিককে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এক মাস থাকার পরেই আবার বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। দুই ধৃতকে রানাঘাট আদালতে তোলা হয়। নাম সাজু মিঞাঁ এবং সমসিদা খাতুন। অভিযুক্তরা বাংলাদেশের মেঘনা এবং কক্সবাজার জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর দুই অভিযুক্ত একমাস আগে অবৈধভাবে বিদে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে প্রবেশ করেছিল। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে তারা ভারতে কাজের খোঁজে এসেছিল। ভারতেরই এক দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।
গোপন সূত্রে খবর পেয়ে শনিবার, ১২ এপ্রিল ধানতলা থানার পুলিশ ওই দালালের বাড়িতে তল্লাশি চালায়। দালালের বাড়ি থেকে দুই অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হলেও দালাল নিজে পালিয়ে যায়। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তারা কিভাবে ভারতে প্রবেশ করেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। কারা তাদের অনুপ্রবেশে সাহায্য করেছিল, তাদের চিহ্নিত করে খোঁজার উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ।
সংবাদদাতাঃ সুরজিৎ দাস