
বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বিজেপি নেতা রাকেশ সিং সপুত্র গ্রেফতার হন সোমবার। কসবার আবাসনে তাণ্ডব চালানোর অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। এরপরই রাতে পুলিশ রাকেশ ও তাঁর পুত্র শিবম সিংকে গ্রেফতার করে।
কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয় রাকেশকে। এরপর জামিনে ছাড়াও পান। এবার কসবার ফ্ল্যাট দখল ও মারধরের অভিযোগে ফের তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর নামে কসবার একটি ফ্ল্যাট জবরদখল করে রাখার অভিযোগ ওঠে। ওই ফ্ল্যাটের মালিক ও তাঁর পুত্রদের মারধরের অভিযোগ তোলে বিজেপি নেতা রাকেশ ও তাঁর ছেলেমেয়ের বিরুদ্ধে। এরপরই রাকেশের পাশাপাশি তাঁর ছেলেকেও গ্রেফতার করা হয়। তাঁর মেয়েকে আটক করে কসবা থানার পুলিশ।
অভিযোগে জানা যায়, রাকেশ সিং ও তাঁর ছেলে একটি আবাসনে ঢুকে তুমুল ঝামেলা করে। তাঁকে মারধরও করেন বলে অভিযোগ। আবাসনের বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।
স্থানীয় থানা সূত্রে খবর, রাকেশ ও তাঁর পুত্রও পাল্টা অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয়, কিছু দিন আগে কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালানোর ঘটনায় রাকেশ ও শিবমের নাম উঠে এসেছিল। এর আগেও একাধিক কাণ্ডে গ্রেফতার হন রাকেশ ও তাঁর দুই পুত্র। এর আগে মাদক পাচারে নাম জড়ায় রাকেশের।