Advertisement

খোদ দিল্লিতে বিজেপি নেতাকে নিজের দফতরে গুলি করে হত্যা

Bjp Leader Surender Matiala Shot Dead In Delhi : খোদ দিল্লিতে বিজেপি নেতাকে নিজের দফতরে গুলি করে হত্যা। করা হয়। তাঁর উপর পরপর ৬ রাউন্ড গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। পুলিশ একাধিক দল গঠন করে তদন্তে নেমেছে।

খোদ দিল্লিতে বিজেপি নেতাকে নিজের দফতরে গুলি করে হত্যা
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Apr 2023,
  • अपडेटेड 11:02 PM IST
  • খোদ দিল্লিতে বিজেপি নেতাকে খুন
  • নিজের দফতরে গুলি করে হত্যা করা হয়েছে
  • দুষ্কৃতীরা ৬ রাউন্ড গুলি চালায়

দেশের রাজধানী দিল্লিতে বিজেপির নেতা সুরেন্দ্র মাতিয়ালাকে গুলি করে হত্যা করা হল। দুষ্কৃতীরা তাঁকে তাঁর দিল্লির কার্যালয়ে ঢুকে একাধিক গুলি চালায় বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে তাঁকে পরপর ছটি গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনা দিল্লির দ্বারকা এলাকার বিন্দাপুর থানা ক্ষেত্রে হয়েছে। বিজেপির নেতা সুরেন্দ্র মাতিয়ালের বয়স ৬০ বছর তিনি এদিন সন্ধ্যায় যখন নিজের কার্যালয় বসেছিলেন সেই সময় তার অফিসে ঢুকে থাকে গুলি চালায় দুষ্কৃতীরা। সুরেন্দ্র এলাকার প্রাক্তন জন প্রতিনিধি ছিলেন। বিজেপি নেতার হত্যার পরে অভিযুক্তদের ধরার জন্য পুলিশ একাধিক টিম গঠন করেছে।মাতিয়ালা নজফগড় জেলার কিষান মোর্চার অধ্যক্ষ ছিলেন।

পুলিশের শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন এবং চুলচেরা তদন্ত শুরু করেন। এই ঘটনায় দ্বারকা জেলার ডিসিপি এম হর্ষবর্ধন জানিয়েছেন যে, সুরেন্দ্র মাতিয়ালাকে একাধিক গুলি করা হয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে, সেই সময় তাঁকে গুলি করা হয়, যখন তিনি অফিসে বসেছিলেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement