Advertisement

Gold chain snatching: এবার বিজেপি নেতার স্ত্রীর গলা থেকে দেড় ভরির সোনার চেন ছিঁড়ে নিয়ে দৌড়, ২ মাসে ৫০টি ছিনতাই

হরিয়ানার জিন্দ জেলার নারওয়ানায় দিনেদুপুরে বিজেপি নেতা প্রমোদ শর্মার স্ত্রীর সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। রবিবার মডেল টাউন পার্কের কাছে বেড়াতে বেরোনোর সময় লাল স্কুটারে থাকা দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী পিছন থেকে এসে তাঁর গলা থেকে চেন ছিঁড়ে নিয়ে চম্পট দেয়। ঘটনাটি এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Aug 2025,
  • अपडेटेड 3:57 PM IST
  • হরিয়ানার জিন্দ জেলার নারওয়ানায় দিনেদুপুরে বিজেপি নেতা প্রমোদ শর্মার স্ত্রীর সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে।
  • রবিবার মডেল টাউন পার্কের কাছে বেড়াতে বেরোনোর সময় লাল স্কুটারে থাকা দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী পিছন থেকে এসে তাঁর গলা থেকে চেন ছিঁড়ে নিয়ে চম্পট দেয়।

হরিয়ানার জিন্দ জেলার নারওয়ানায় দিনেদুপুরে বিজেপি নেতা প্রমোদ শর্মার স্ত্রীর সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা চাঞ্চল্য তৈরি করেছে। রবিবার মডেল টাউন পার্কের কাছে বেড়াতে বেরোনোর সময় লাল স্কুটারে থাকা দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী পিছন থেকে এসে তাঁর গলা থেকে চেন ছিঁড়ে নিয়ে চম্পট দেয়। ঘটনাটি এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে।

চুরি যাওয়া চেনটির ওজন প্রায় ১.৫ ভরি এবং আনুমানিক মূল্য ১.৫ লক্ষ টাকা। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশে খবর দেন। বিজেপি নেতার স্ত্রী নারওয়ানা থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত গ্রেপ্তারের আশা করা হচ্ছে। কর্মকর্তাদের মতে, গত দুই মাসে এই এলাকায় ৫০টিরও বেশি চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪৫টিরও বেশি মামলা সমাধান হলেও, সম্প্রতি বিজেপি নেতাদেরও লক্ষ্য করে অপরাধ বাড়ছে, যার মধ্যে চুরি থেকে খুন পর্যন্ত নানা ঘটনা রয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার না হলে এই ধরনের অপরাধ ঠেকানো সম্ভব হবে না। পুলিশও আশ্বাস দিয়েছে, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে চুরি যাওয়া গয়না উদ্ধার করা হবে।

 

Read more!
Advertisement
Advertisement