বীরভূমে লাগাতার বোমা উদ্ধার। রাজনৈতিকভাবে উত্তপ্ত নানুর। তারই মাঝে ফের এক গ্রামে তাজা বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ। দীর্ঘ দু'বছর ধরে উত্তপ্ত নানুরের বিভিন্ন গ্রাম। বিভিন্ন সময় নানুর উত্তপ্ত হওয়ার ঘটনা উঠে এসেছে। রাজনৈতিকভাবে উত্তেজনার মাঝেই আজ ফের এক গ্রাম তাজা বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ। সূত্রে জানা যায়, সন্ধে নাগাদ নানুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নানুরের থুপসারা অঞ্চলের তাকোরা গ্রামে তল্লাশি চালিয়ে একটি ঝোপের নীচে মাটির ভিতর থেকে এক ড্রাম তাজা বোমা উদ্ধার করে নানুর থানার পুলিশ।
পুলিশের অনুমান, ড্রামটিতে প্রায় ৪০টির মত তাজা বোমা মজুদ রয়েছে। কে বা কারা কীসের উদ্দেশে ওই বোমা গুলিকে মজুদ করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে নানুর থানার পুলিশ। বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে।
বীরভূমের জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় ঘনিষ্ঠ একাংশ নানুরের বিভিন্ন এলাকার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘর ছাড়া নিয়ে সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জামশেদ আলি। যেখানে নানুরের থুপসারা, জলন্দী ও ইন কড্ডা অঞ্চলের অশান্তির কথা তুলে ধরেছেন। সেই নিয়ে কাজল গোষ্ঠীর লোকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তবে সেই অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন কাজল গোষ্ঠীর লোকজন। নানুর পুরোপুরিভাবে উত্তপ্ত মাঝে আবারও এক গ্রাম তাজা বোমা উদ্ধার করল নানুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, টিবি হাসপাতালের একটি পরিত্যক্ত কোয়ার্টারের চৌবাচ্চা থেকে নাইলনের থলিতে ২৫ টি তাজা বোমা রাখা ছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। বোমাগুলি নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের টিমকে। তবে কে বা কারা এই বোমাগুলি রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, পরিত্যক্ত জঙ্গল ঘেরা এই কোয়াটারগুলিতে কারা আসা যাওয়া করছে, তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। জঙ্গল ঘেরা ফাঁকা জায়গায় এই পরিত্যক্ত কোয়ার্টার গুলি দুষ্কৃতীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে।