Advertisement

কোচবিহারে ইন্দো-বাংলা সীমান্তে বিএসএফের গুলি, নিহত এক ভারতীয় সহ ৩

গরুপাচারকারী সন্দেহে বিএসএফের গুলিতে মৃত ৩। কোচবিহারে ইন্দো-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা । প্রাণ বাঁচাতে শূণ্যে গুলি, দাবি বিএসএফ-এর।

প্রতীকী ছবি
বেলা কুণ্ডু
  • কোচবিহার,
  • 12 Nov 2021,
  • अपडेटेड 11:01 AM IST
  • বিএসএফ-এর গুলি কোচবিহার সীমান্তে
  • মৃত ১ ভারতীয় সহ ৩
  • প্রাণ বাঁচাতে গুলি বলে দাবি বিএসএফ-এর

গরুপাচারকারী সন্দেহে বিএসএফের এলোপাথাড়ি চালানো গুলিতে মৃত তিন জন। যা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা আদৌ পাচারকারী কি না, হলেও এভাবে গুলি চালানো কেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

নিহতদের মধ্য়ে একজন ভারতীয় ও ২ জন বাংলাদেশী 

পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহতদের মধ্যে একজন ভারতীয় ও অপর ২ জন বাংলাদেশি নাগরিক ৷ ভারতীয় নাগরিক সিতাই এর বাসিন্দা। সিতাই থানার তরফে জানানো হয়েছে ভারতীয় নাগরিকের নাম প্রকাশ বর্মন।

তুমুল উত্তেজনা সীমান্তে

ঘটনার পরই এলাকায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে সিতাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ৷ পুরো ঘটনাটি কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া সিতাই এর সাতভান্ডারি গ্রামের ঘটনা।

ভুট্টার খেতে গুলিবিদ্ধ দেহ

পুলিশ জানিয়েছে, গ্রামের বাসিন্দারা সকালে দেহ পরে থাকতে দেখেন ভুট্টার জমিতে। এরপরেই সন্দেহ হয়। পরে তারা জানতে পেরেছে সীমান্তে রাতে গুলি চালায় বিএসএফ। সেই গুলিতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ।

বিএসএফ-এর ক্ষমতা বাড়ানোতেই বিপত্তি ?

সিতাই এর তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়ার দাবি, যেহেতু কেন্দ্রীয় সরকার বিএসএফের ক্ষমতা বাড়িয়েছে তাই এ ধরণের ঘটনা ঘটছে। তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন বাংলাদেশি ও একজন ভারতীয় বলে তারা জানতে পেরেছেন।

বিএসএফ-এর বিবৃতি

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে ১২ নভেম্বর ২০২১-এ ভোর তিনটায়, বাংলাদেশের দিক থেকে দুর্বৃত্তরা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে এবং বাঁশের ক্যান্টিলিভার লাগিয়ে গবাদি পশুর মাথা পাচার করার চেষ্টা করে। বেড়ার সামনে বিএসএফের জওয়ানরা তাদের ফিরে যেতে সতর্ক করে। কিন্তু দুর্বৃত্তরা বিএসএফের সতর্ক বার্তায় কর্ণপাত করেনি।

প্রাণ বাঁচাতে গুলি বলে দাবি বিএসএফ-এর

তারপর বিএসএফ সৈন্যরা দুর্বৃত্তদের আটকাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে, কিন্তু তারা লোহার দা এবং লাঠি দিয়ে বিএসএফ সৈন্যদের উপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে বিএসএফ দুষ্কৃতীদের দিকে শূণ্য়ে গুলি চালায়। পরে সীমান্ত বেড়া ও আন্তর্জাতিক সীমানার মধ্যে দুই অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের লাশ পাওয়া যায়।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement