Advertisement

West Bengal Crime News: ভিখারির বেশে বাড়ি বাড়ি 'কুকাজ' সারত এই গ্যাং! হাতেনাতে ধরল গ্রামবাসীরা

'মা দু'টো ভিক্ষা দেবেন,' বাড়ি বাড়ি এক শিশু ও মহিলাকে নিয়ে ঘুরছিলেন এক ব্যক্তি। এক নজরে সেভাবে সন্দেহ হওয়ার কথা নয়। কিন্তু সেই ভিক্ষুকদের আসল চেহারা সামনে আসতেই চোখ কপালে উঠল গ্রামবাসীদের।

ছবি: সংবাদদাতাছবি: সংবাদদাতা
স্বপন কুমার মুখার্জি
  • পূর্ব বর্ধমান,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 7:07 PM IST
  • 'মা দু'টো ভিক্ষা দেবেন,' বাড়ি বাড়ি এক শিশু ও মহিলাকে নিয়ে ঘুরছিলেন এক ব্যক্তি।
  • এক নজরে সেভাবে সন্দেহ হওয়ার কথা নয়।
  • সেই ভিক্ষুকদের আসল চেহারা সামনে আসতেই চোখ কপালে উঠল গ্রামবাসীদের।

'মা দু'টো ভিক্ষা দেবেন,' বাড়ি বাড়ি এক শিশু ও মহিলাকে নিয়ে ঘুরছিলেন এক ব্যক্তি। এক নজরে সেভাবে সন্দেহ হওয়ার কথা নয়। কিন্তু সেই ভিক্ষুকদের আসল চেহারা সামনে আসতেই চোখ কপালে উঠল গ্রামবাসীদের। দেখা গেল পুরোটাই ছদ্মবেশ। আসলে এরা রীতিমতো চোরেদের টিম! পূর্ব বর্ধমান জেলার ভাতারের বলগোনা গ্রামের ঘটনা। ভিক্ষা চাইতে এসে দিনে দুপুরে চুরি করতে গিয়ে ধরা পড়ল এক চোরের দল। এক শিশু, এক মহিলা এবং এক পুরুষ মিলে এদিন গ্রামে ঘোরাঘুরি করছিল। কিন্তু পরিকল্পনা মতো চুরি করে পালাতে গিয়ে ধরা পড়ল তারা।

দিনেদুপুরে চুরি
ঘটনা ঘটেছে শুক্রবার দুপুরে। তখন প্রায় দুপুর ১২টা। গ্রামের অনেক পুরুষ ও মহিলা তখন কাজে ব্যস্ত। কেউ মাঠে কৃষিকাজে, কেউ বা অন্য কাজে বাইরে। বেশ কিছু বাড়ির দরজায় খিল লাগানো থাকলেও তালা দেওয়া ছিল না। সেই সুযোগেই গ্রামে ঢুকে পড়ে চোরেরা।

প্রথমে তারা গ্রামে ভিক্ষা করতে থাকে। একের পর এক বাড়িতে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে। কিন্তু এরপরই ঘটল বিপত্তি।

গৃহিণীর চিৎকার
এক গৃহবধূ বাড়ি ফেরার সময় সন্দেহজনক কিছু টের পান। তিনি দেখেন, বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন পুরুষ। সঙ্গে থাকা অন্য একজনকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বলছে। ঘরে ঢুকে তিনি দেখেন, একজন ভিতর থেকে বাড়ির জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছে। তখনই চিৎকার শুরু করেন ওই গৃহবধূ।

চিৎকার শুনে মুহূর্তে গ্রামে ভিড় জমে যায়। শুরু হয় উত্তেজনা। গ্রামবাসীরা ছুটে এসে হাতেনাতে ধরে ফেলে চোরদের।

একাধিক বাড়িতে চুরির অভিযোগ
স্থানীয় সূত্রে খবর, ওই দল শুধু একটি বাড়িতে নয়, আরও একটি বাড়িতে চুরি করেছে। মৌসুমী মাঝি এবং বাসুদেব মাঝির বাড়ি থেকে টাকা, কিছু রুপো এবং কিছু সোনার গয়না খোয়া যায়। পরে সেগুলি ওই চোরেদের কাছ থেকে উদ্ধার করে গ্রামবাসীরা।

গ্রামবাসীদের ক্ষোভ
ধরা পড়া চোরদের প্রথমে গ্রামবাসীরা বেঁধে রাখেন। তারপর খবর যায় ভাতার থানায়। পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে জানান, “দিনের বেলায় এমন ঘটনা খুব ভয় ধরিয়ে দিয়েছে। এর সঠিক শাস্তি হওয়া দরকার।”

Advertisement

আতঙ্কে গ্রামবাসীরা
গ্রামের বাসিন্দারা জানান, এ ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। দিনের বেলায় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে যে এমন দুঃসাহসী চুরি হতে পারে, তা ভাবতেও পারেননি কেউ। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা।

পুলিশের তদন্ত শুরু
ভাতার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধরা পড়া তিনজনকে জেরা করা হচ্ছে। চুরি হওয়া জিনিসপত্রও উদ্ধার করা হয়েছে। এলাকায় টহল বাড়ানোর আশ্বাস দিয়েছে পুলিশ।

গ্রামে চাঞ্চল্য
দিনদুপুরে ভিক্ষুক সেজে চুরি করতে আসা এই চক্র ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ভাতারের বলগোনা গ্রামে। স্থানীয়দের দাবি, 'দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই ধরনের ঘটনা আরও বাড়বে।'

গ্রামের প্রবীণ বাসিন্দারা বলেন, 'এমন ঘটনা আগে শোনা যায়নি। এখন সবাই বাড়তি সতর্ক থাকবেন।'

সংবাদদাতা: সুজাতা মেহেরা 

Read more!
Advertisement
Advertisement