মুম্বইয়ে এক চমকপ্রদ ঘটনা সামনে এসেছে, যেখানে এক টাকার নোটের বিনিময়ে বিশাল পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে প্রতারকরা এক সরকারি বিমা কোম্পানির ক্যাশিয়ারকে ১০ লক্ষ টাকার বেশি প্রতারণা করেছে। শনিবার পুলিশ জানিয়েছে, মুম্বইয়ের সান্তাক্রুজ পশ্চিমের বাসিন্দা ৪৫ বছরের এক ব্যক্তি বৃহস্পতিবার ওয়েস্ট জোন সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছেন।
বিমা কোম্পানির চার্চগেট শাখায় কর্মরত ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন যে, ২৩ ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় রিল দেখার সময় একটি বিজ্ঞাপন দেখেন। ওই কর্মকর্তা বলেন, বিজ্ঞাপনে এক টাকার নোট আনলে ৪.৫৩ লক্ষ টাকা পুরস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এতে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও ছিল। ক্যাশিয়ার ওই হোয়াটসঅ্যাপ নম্বরে এক টাকার নোটের ছবি পাঠান। এরপর পঙ্কজ সিং নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করেন। পঙ্কজ জানায় যে সে একটা কয়েনের দোকানে কাজ করে। এরপর সরকারি কর্মীকে একটি ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশনের জন্য ৬,১৬০ টাকা জমা দিতে বলে।
কিছুক্ষণ পর সে আবার ফোন করে বলে যে আগে উল্লেখিত টাকার অঙ্ক ভুল এবং তাকে ৬,১০৭ টাকা পাঠাতে হবে। পঞ্জজ আরও প্রতিশ্রুতি দিয়েছিল যে আগের পাঠানো টাকা ফেরত দেওয়া হবে। এরপর পঙ্কজ সিং অভিযোগকারীকে অন্য একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে নিজেকে অরুণ শর্মা বলে পরিচয় দেয়। অরুণ আবার আরবিআই-র একটি ভুয়ো চিঠি অভিযোগকারী ব্যক্তিকে পাঠায়। তাতে এক টাকার নোটের বিনিময়ে পুরস্কার জেতার বিষয়ে উল্লেখ ছিল।
এরপর কথার জালে জড়িয়ে কর্মীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে ১০.৩৮ লক্ষ টাকা আদায় করা হয়েছিল। একটা সময় সরকারি বিমা সংস্থার ক্যাশিয়ারকে বলা হয় যে তিনি যদি ৬ লক্ষ টাকা বেশি দেন, তাহলে পুরস্কারের পরিমাণ ২৫.৫৬ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এরপরই ক্যাশিয়ার বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এরপর তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে যে তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।