Advertisement

রোজভ্যালি চিটফান্ড কেলেঙ্কারিতে শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল CBI

রোজভ্যালিকাণ্ডে (Rose Valley Scam) গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে (Subhra Kundu) গ্রেফতার করল সিবিআই (CBI)। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছেন সিবিআইয়ের কর্তারা। শুক্রবার শুভ্রাকে তাঁর কলকাতার বাড়ি থেকে গ্রেফতার করেন সিবিআইয়ের আধিকারিকরা। আগামিকাল, শনিবার তাঁকে ভুবনেশ্বরের আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। 

গ্রেফতার শুভ্রা কুণ্ডুগ্রেফতার শুভ্রা কুণ্ডু
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 15 Jan 2021,
  • अपडेटेड 4:44 PM IST
  • রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার শুভ্রা কুণ্ডু
  • বেআইনি অর্থিক লেনদেনের অভিযোগ
  • আগামিকাল আদালতের পেশের সম্ভাবনা

রোজভ্যালিকাণ্ডে (Rose Valley Scam) গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে (Subhra Kundu) গ্রেফতার করল সিবিআই (CBI)। বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছেন সিবিআইয়ের কর্তারা। শুক্রবার শুভ্রাকে তাঁর কলকাতার বাড়ি থেকে গ্রেফতার করেন সিবিআইয়ের আধিকারিকরা। আগামিকাল, শনিবার তাঁকে ভুবনেশ্বরের আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। 

রোজভ্যালি চিটফান্ড দুর্নীতিতে আগেই গ্রেফতার হয়েছেন সংস্থার কর্তা গৌতম কুণ্ডু। গৌতম গ্রেফতার হওয়ার পর বিভিন্ন সময় শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই ও ইডির আধিকারিকরা। গোটা ঘটনায় শুভ্রার কী ভূমিকা তা জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা। অবশেষে এদিন গ্রেফতার করা হল তাঁকে। 

কলকাতার বাড়ি থেকে গ্রেফতারের পর এদিন সল্টলেকে সিবিআইয়ের দফতরে আনা হয় শুভ্রা কুণ্ডুকে। শনিবার তাঁকে আদালতে পেশ করবে সিবিআই। তাঁকে জিজ্ঞাসাবাদ করে রোজভ্যালি চিটফাণ্ডকাণ্ডের আরও তথ্য উঠে আসতে পারেব বলেই মনে করছেন সিবিআইয়ের আধিকারিকরা। 

আরও পড়ুন


 

Read more!
Advertisement
Advertisement