Advertisement

Baruipur Murder: বারুইপুরে BJP নেতা খুনের CCTV ফুটেজ! কাঠগড়ায় TMC কর্মী বাবা, ভাই

বারুইপুরে বিজেপি কর্মীর খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনল বিজেপি। পদ্ম শিবিরের দাবি, রাজনৈতিক হিংসার বলি হয়েছেন তাদের যুব কর্মী। তবে এই ফুটেজের সত্যতা  যাচাই করেনি bangla.aajtak.in। 

বারুইপুরে বিজেপি কর্মী খুন: সিসিটিভি ফুটেজ দেখিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপির।বারুইপুরে বিজেপি কর্মী খুন: সিসিটিভি ফুটেজ দেখিয়ে চাঞ্চল্যকর দাবি বিজেপির।
Aajtak Bangla
  • বারুইপুর,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 7:59 PM IST
  • বারুইপুরে বিজেপি কর্মীর খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনল বিজেপি।
  • পদ্ম শিবিরের দাবি, রাজনৈতিক হিংসার বলি হয়েছেন তাদের যুব কর্মী।
  • সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তিন-চারজন দাঁড়িয়ে রয়েছে।

বারুইপুরে বিজেপি কর্মীর খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনল বিজেপি। পদ্ম শিবিরের দাবি, রাজনৈতিক হিংসার বলি হয়েছেন তাদের যুব কর্মী। তবে এই ফুটেজের সত্যতা  যাচাই করেনি bangla.aajtak.in। 

গভীর রাতে নৃশংস হত্যাকাণ্ড
গভীর রাত। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, তিন চারজন দাঁড়িয়ে রয়েছে। মাটিতে পড়ে রয়েছেন একজন যুবক। তাঁকে বেধড়ক মারধর করা হচ্ছে। শুধু মারধর নয়, পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি বিজেপির। গেরুয়া শিবিরের দাবি, ভিডিওতে নিহত যুবকের বাবা ও ভাইকেও দেখা যাচ্ছে। বিজেপির অভিযোগ, এই দুইজন তৃণমূল কর্মী। সেই কারণে তারা আক্রমণ না করে, সবকিছু চুপচাপ দাঁড়িয়ে দেখছেন বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

স্থানীয় সূত্রে খবর, মৃত যুবক রাজীব বিশ্বাস (২২) বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের সভাপতি ছিলেন। গত ৮ অগাস্ট রাতে তাঁর নিজের বাড়িতেই তাঁকে নৃশংসভাবে মারধর করা হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের।

বিজেপির দাবি, সেই রাতেই প্রথমে তাঁকে টেনে বাড়ি থেকে বের করা হয়। এরপর ধারালো অস্ত্র দিয়ে শরীরে একাধিকবার আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাবার-ভাইয়ের বিরুদ্ধেই অভিযোগ
এই ঘটনায় নাম জড়িয়েছে নিহতের বাবা নিতাই বিশ্বাস ও ভাই সন্দীপ বিশ্বাসের। বারুইপুর পশ্চিম এক নম্বর মণ্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তীর অভিযোগ, 'নিতাই বিশ্বাস এবং সন্দীপ বিশ্বাস তৃণমূলের সক্রিয় কর্মী। রাজীবকে রাজনৈতিক ষড়যন্ত্রে খুন করা হয়েছে।'

পারিবারিক বিবাদ, দাবি তৃণমূলের
সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অর্চনা মল্লিক বলেন, 'এই ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। শুনেছি, সম্পূর্ণ পারিবারিক বিবাদের জেরেই এমনটা ঘটেছে।'

বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী বলেন, 'এটার মধ্যে তৃণমূল কোথা থেকে এল? বিজেপি সব খুন নিয়ে রাজনীতি করে। এটাই তাদের চরিত্র।'

বিজেপির পাল্টা দাবি
শনিবার ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনে বিজেপি। তাঁদের দাবি, খুনের ঘটনা ঢাকতে এখন পারিবারিক বিবাদের তত্ত্ব তুলে ধরা হচ্ছে। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, 'হিংসা কোন পর্যায়ে পৌঁছেছে দেখুন। পেট্রল ঢেলে মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে।'
 
বারুইপুরে এই খুনের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement