
Chetla Murder Firhad Hakim Ward: ফিরহাদ হাকিমের ওয়ার্ডে ভয়াবহ হত্যাকাণ্ড। দক্ষিণ কলকাতার চেতলার ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে, গলায় শাবল ঢুকিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মদের আসরে বচসা শুরু হয়। আর তারপরেই খুন করা হয় অশোক পাসোয়ান নামের ওই ব্যক্তিকে। ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। সূত্রের খবর, শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বন্ধুদের সঙ্গে মদের আসরে যোগ দেন অশোক পাসোয়ান। মদ্যপানের সময়েই ঝামেলা শুরু হয়।
বচসা চলাকালীনই সম্ভবত ওই ব্যক্তির গলায় শাবল গেঁথে দেওয়া হয়। স্থানীয় সূত্রে খবর, গুরুতর আহত অবস্থাতেই রাস্তা দিয়ে ছুটতে শুরু করেন অশোক পাসোয়ান। প্রায় ১০০ মিটার দৌড়ে যান। এরপর রক্তক্ষরণের ফলে দুর্বল হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
রক্তাক্ত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিন ঘটনাস্থলে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, বাসস্ট্যান্ডের কাছে ওই স্থানে প্রায় রোজ রাতেই মদের আসর বসে। বাইরে থেকে সমাজবিরোধীরা এসে আড্ডা জমায়। ভয়ে স্থানীয়রা ওই জায়গাটি এড়িয়ে চলেন বলেও দাবি করেন। এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও দীর্ঘমেয়াদী কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার পর রাতে বাড়ি থেকে বের হতেও ভয় লাগবে বলে জানাচ্ছেন স্থানীয়রা।
আপাতত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার মদের আসরে কারা কারা ছিলেন, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।