Advertisement

TMC Clash: একুশে জুলাইয়ের সভা থেকে ফিরে আরামবাগে TMC-র গোষ্ঠী সংঘর্ষ, বোমাবাজি

Hooghly TMC Clash: বৃহস্পতিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের সভার পর হুগলিতে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তুমুল বোমাবাজি হওয়ার খবরও মিলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনার পর বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত, যাদের হাসপাতালে ভর্তি করা হয়।

আরামবাগে গোষ্ঠী সংঘর্ষ TMC-র/ প্রতীকী ছবিআরামবাগে গোষ্ঠী সংঘর্ষ TMC-র/ প্রতীকী ছবি
Aajtak Bangla
  • হুগলি,
  • 22 Jul 2022,
  • अपडेटेड 8:49 AM IST
  • বৃহস্পতিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের সভার পর হুগলিতে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
  • তুমুল বোমাবাজি হওয়ার খবরও মিলেছে
  • পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়

Hooghly TMC Clash: বৃহস্পতিবার ধর্মতলায় একুশে জুলাইয়ের সভার পর হুগলিতে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তুমুল বোমাবাজি হওয়ার খবরও মিলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনার পর বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত, যাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার হুগলির আরামবাগে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়, বোমাবাজি হয়। এর পরে, এসডিওপি আরামবাগ অভিষেক মণ্ডল এবং আইসি বরুন ঘোষের নেতৃত্বে RRF এবং পুলিশ ইউনিটের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ করা হয়, দুই গোষ্ঠীর একটির নেতৃত্বে প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র, অন্য দলটির নেতৃত্বে আরামবাগ জেলার তৃণমূল যুব শাখার সভাপতি পলাশ রায় এই সংঘর্ষে জড়ায় । দু'টি দলই ২১ জুলাই শহিদ দিবসের র‌্যালিতে অংশ নিয়ে কলকাতা থেকে ফিরেছিল। 

আরও পড়ুন

যদিও, রাজ্যে গোষ্ঠী সংঘর্ষ, রাজনৈতিক কোন্দলের ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই, গত ৭ জুলাই তৃণমূল কংগ্রেস নেতাসহ ৩ জনকে খুন করা হয়। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনায়। অজ্ঞাত ব্যক্তিরা তৃণমূলের নেতা স্বপন মাঝি এবং তার বাইকে করে যাওয়া দুই সঙ্গীকে লক্ষ্য করে গুলি চালায়, ঘটনাস্থল তিননেরই মৃত্যু হয়।

Read more!
Advertisement
Advertisement