Advertisement

Faridabad: পারফর্ম্যান্স আরও ভাল করতে হোটেলে ডেকে জাতীয় স্তরের শুটারকে ধর্ষণ, আটক কোচ

জাতীয় স্তরের এক নাবালিকা শুটারকে হোটেলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল কোচের বিরুদ্ধে। জাতীয় স্তরের ওই কোচকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঠিক কী ঘটেছিল?

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • ফরিদাবাদ,
  • 08 Jan 2026,
  • अपडेटेड 11:20 AM IST
  • নাবালিকা শুটারকে হোটেলে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ
  • জাতীয় স্তরের শুটার এই ১৭ বছরের নির্যাতিতা
  • ইতিমধ্যেই আটক তাঁর কোচ

একজন জাতীয় শুটিং কোচের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক জাতীয় স্তরের শুটারকে ধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে। কিশোরীর অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে জাতীয় স্তরের ওই অভিযুক্ত কোচ  অঙ্কুশ ভরদ্বাজকে। কোচের  পদ থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গত ১৬ ডিসেম্বর দিল্লির কর্নি সিং শুটিং রেঞ্জে অনুষ্ঠিত একটি শুটিং চ্যাম্পিয়নশিপ চলাকালীন ঘটনাটি ঘটেছে। অভিযোগকারী কিশোরী শুটার জানায়, প্রতিযোগিতা শেষে কোচ তাকে পারফর্ম্যান্স মূল্যায়নের অজুহাতে ফরিদাবাদের সুরজকুণ্ড এলাকায় একটি হোটেলে ডেকে পাঠান। 

নির্যাতিতা আরও জানায়, সেই হোটেলে যাওয়ার পরই তার সঙ্গে অভব্য আচরণ শুরু করেন ওই কোচ। এরপর ধর্ষণ করা হয় তাকে। ১৭ বছরের ওই শুটারের অভিযোগের ভিত্তিতেই সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, প্রথমে কিশোরীকে হোটেলের লবিতে দেখা করতে বলেছিলেন অঙ্কুশ। পরে জোরজবরদস্তি করে রুমে নিয়ে যান। যৌন হেনস্থার পর কিশোরীকে হুমকিও দিয়েছিলেন অঙ্কুশ। কিশোরী শুটারের কেরিয়ার নষ্ট করে দেওয়া ও পরিবারের ক্ষতি করার হুমকি দিয়েছিলেন তিনি। ফরিদাবাদ পুলিশের মুখপাত্র যশপাল সিং জানান, মামলার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। হোটেল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, দেশের ১৩ জন জাতীয় স্তরের পিস্তল কোচের মধ্যে একজন অঙ্কুশ। তাঁকে এই পদে এনেছিল ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। দেশজুড়ে তীব্র নিন্দার ঝড়। 

 

Read more!
Advertisement
Advertisement