Advertisement

Patna Murder Case: পটনায় প্রকাশ্য দিবালোকে খুন যুবককে, খুব কাছ থেকে ছোড়া হল ৩ রাউন্ড গুলি

Patna Murder Case: দিনের আলোয় সবার সামনে এই হত্যাকান্ডের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখন সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের শনাক্ত করতে ব্যস্ত পাটনা পুলিশ। পঞ্চাশ বছর বয়সী শঙ্কর ভার্মা মন্দিরে পূজা করতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন।

পটনায় প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন যুবককে,পটনায় প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন যুবককে,
Aajtak Bangla
  • পটনা,
  • 18 Aug 2024,
  • अपडेटेड 11:06 PM IST

Patna Murder Case: বিহারের রাজধানী পটনায় প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পটনা শহরের সুলতানগঞ্জ থানা এলাকায়, যেখানে শঙ্কর ভার্মা (বয়স-৫০ বছর) নামে এক ব্যক্তিকে সামনে থেকে তিন রাউন্ড গুলি চালানো হয়। এই হত্যা মামলার সিসিটিভি ফুটেজও সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে চারজন রয়েছে এই ঘটনার পিছনে।

দিনের আলোয় সবার সামনে এই হত্যাকান্ডের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এখন সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের শনাক্ত করতে ব্যস্ত পাটনা পুলিশ। পঞ্চাশ বছর বয়সী শঙ্কর ভার্মা মন্দিরে পূজা করতে যাওয়ার সময় দুর্বৃত্তদের হামলার শিকার হন।

এদিন তিনি মন্দিরে পৌঁছনোর আগেই চারজন অপরাধী অতর্কিতে তাঁকে আক্রমণ করে এবং তাঁকে গুলি করে হত্যা করে। হত্যাকাণ্ডের পর দুষ্কৃতীরা শূন্যে গুলি চালাতে চালাতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পাশেই বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে খুনের এই ঘটনা।

ঘটনার খবর পেয়ে সুলতানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য পিএমসিএইচ মর্গে পাঠানো হয়েছে। মৃত শঙ্কর ভার্মার শ্যালক সন্তোষ কুমার বলেছেন যে তার একটি অপরাধমূলক ইতিহাস ছিল এবং বেশ কয়েকবার জেলে গিয়েছিলেন।

নিহতের জামাইবাবু সন্তোষ কুমার জানান, জেল থেকে ছাড়া পেয়ে তার শ্যালক তার বাড়ির কাছে রানীর ঘাটে একটি মন্দির তৈরি করেছিলেন এবং যথারীতি তিনি জল নিয়ে মন্দিরে পুজো করতে যাচ্ছিলেন তখন এই ঘটনা ঘটে।

তিনি জানান, তাঁর শ্যালক বিহার সরকারের ভবন নির্মাণ বিভাগে ঠিকাদার হিসেবে কাজ করতেন। তিনি পটনা বিশ্ববিদ্যালয় এলাকায় কাউন্সিলর নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু পরাজিত হতে হয়েছিল। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে বলে দাবি পুলিশের।

 

Read more!
Advertisement
Advertisement