নয়ডার এক দম্পতি তাদের বাড়িতে মডেলদের দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে সাইপ্রাসের একটি কোম্পানিতে পাঠাতেন। এই ভিডিওগুলো ইন্টারনেটের বিভিন্ন প্রাপ্তবয়স্ক ওয়েবসাইটে প্রকাশিত হতো। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ৮ লক্ষ টাকা নগদ উদ্ধার করেছে।
তদন্তে জানা গেছে, এই দম্পতি সোশ্যাল মিডিয়া থেকে মডেলদের খুঁজে এনে তাদের দিয়ে ভিডিও শুট করতেন। এই ভিডিওগুলো সাইপ্রাসের টেকনিয়াস লিমিটেড নামের একটি কোম্পানিতে পাঠানো হতো, যারা XHamster এবং Stripchat-এর মতো পর্ন ওয়েবসাইট পরিচালনা করে।
ইডি জানিয়েছে, এই দম্পতি বিদেশ থেকে প্রায় ১৫.৬৬ কোটি টাকা পেয়েছেন, যা আসলে এই অশ্লীল ভিডিওগুলোর বিনিময়ে এসেছে। তারা এই আয়ের ৭৫ শতাংশ নিজেরা রেখে দিতেন এবং মডেলদের খুব কম পারিশ্রমিক দিতেন।
তদন্তে আরও জানা গেছে, নেদারল্যান্ডসে তাদের একটি গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে প্রায় ৭ কোটি টাকা জমা করা হয়েছে। এই টাকা আন্তর্জাতিক ডেবিট কার্ডের মাধ্যমে ভারতে তুলে নেওয়া হতো।
ইডি আরও জানিয়েছে, এই দম্পতি বিজ্ঞাপন এবং বাজার গবেষণার অজুহাতে বিদেশ থেকে টাকা আনতেন, কিন্তু আসলে এই টাকা অশ্লীল ভিডিওর বিনিময়ে আসত। এতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA) লঙ্ঘন হয়েছে।
তদন্তকারী দল যখন তাদের বাড়িতে অভিযান চালায়, তখন সেখানে কিছু মডেলও উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। এই বিষয়ে আরও তদন্ত চলছে এবং অন্যান্য আর্থিক লেনদেনও খতিয়ে দেখা হচ্ছে।