Advertisement

Delhi Hit and Run Case: গাড়ির চাকায় ঝুলছে তরুণীর লাশ, ৪ কিমি ছুটল হেঁচড়েই, দিল্লির ঘটনার হাড়হিম CCTV ফুটেজ

দেশের রাজধানী দিল্লিতে নিউ ইয়ার সেলিব্রেশনের মধ্যে একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে। গাড়ির চাকায় ফেঁসে যাওয়া এক তরুণীকে চার কিলোমিটার ঘষটে নিয়ে নিয়ে গেছে একটি প্রাইভেট গাড়ি। মর্মান্তিক মৃত্যু হয়েছে তরুণীর। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ মিলেছে। সেখানে দেখা যাচ্ছে গাড়ির চাকায় আটকে যাওয়া ওই তরুণীকে নিয়েই ইউটার্ন নিচ্ছে ঘাতক গাড়িটি। পুলিশ যেকারণে গ্রেফতার করা অভিযুক্তদের বিরুদ্ধে মামলায় অপরাধমূলক হত্যাকাণ্ডের ধারা যুক্ত করেছে।

নিহত তরুণীনিহত তরুণী
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 02 Jan 2023,
  • अपडेटेड 3:45 PM IST
  • দেশের রাজধানী দিল্লিতে নিউ ইয়ার সেলিব্রেশনের মধ্যে একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে।
  • গাড়ির চাকায় ফেঁসে যাওয়া এক তরুণীকে চার কিলোমিটার ঘষটে নিয়ে নিয়ে গেছে একটি প্রাইভেট গাড়ি।

দেশের রাজধানী দিল্লিতে নিউ ইয়ার সেলিব্রেশনের মধ্যে একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে। গাড়ির চাকায় ফেঁসে যাওয়া এক তরুণীকে চার কিলোমিটার ঘষটে নিয়ে নিয়ে গেছে একটি প্রাইভেট গাড়ি। মর্মান্তিক মৃত্যু হয়েছে তরুণীর। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরা ফুটেজ মিলেছে। সেখানে দেখা যাচ্ছে গাড়ির চাকায় আটকে যাওয়া ওই তরুণীকে নিয়েই ইউটার্ন নিচ্ছে ঘাতক গাড়িটি। পুলিশ যেকারণে গ্রেফতার করা অভিযুক্তদের বিরুদ্ধে মামলায় অপরাধমূলক হত্যাকাণ্ডের ধারা যুক্ত করেছে। 

কানঝাওয়ালার লাদপুর গ্রামের একটু সামনে, গাড়িটিকে ইউ-টার্ন নিয়ে তোসি গ্রামের দিকে ফিরে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী দীপক পুলিশকে জানিয়েছেন, যে গাড়িটি এগিয়ে যাওয়ার পরে ইউ-টার্ন নিয়েছিল। দীপক বলেন, গাড়িটি স্বাভাবিক গতিতে ছিল এবং মনে হচ্ছিল চালক স্বাভাবিক। তবে গাড়ির নীচ থেকে আর্তনাদের আওয়াজ শোনা যাচ্ছিল।

 

আরও পড়ুন

 সিসিটিভি ফুটেজ সামনে আসার পর, দিল্লি পুলিশ এফআইআর-এ অপরাধমূলক হত্যাকাণ্ডের ধারা যুক্ত করেছে। দিল্লি আউটারের ডিসিপি হরেন্দ্র সিং বলেছেন যে সমস্ত অভিযুক্তকে আদালতে পেশ করা হবে, অভিযুক্তদের রক্তের নমুনা নেওয়া হয়েছে। তারা মদ্যপ ছিল কী না, তা নিশ্চিত করার জন্য। একটি পোস্টমর্টেম বোর্ড গঠনের অনুরোধ করা হয়েছে। তিনজন চিকিৎসকের একটি দল পোস্টমর্টেম করবে।

পুলিশ ফের ঘটনাস্থল পরিদর্শন করবে
ডিসিপি হরেন্দ্র সিং বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচ যুবক বলেছে যে, মেয়েটি গাড়ির নীচে আটকা পড়েছিল, তারা বুঝতে পারেনি। তবে এটা নিশ্চিত যে মেয়েটিকে ৪-৫ কিমি টেনে নিয়ে যাওয়া হয়েছিল। তবে দিল্লি পুলিশ আবার ঘটনাস্থল পরিদর্শন করবে। 
ডিসিপি হরেন্দ্র সিং দাবি করেছেন যে দিল্লি পুলিশের টহল দল স্কুটিটি প্রথম দেখেছিল কিন্তু ঘটনাস্থলে ভিকটিমকে পাওয়া যায়নি। অন্যদিকে, দিল্লি পুলিশের অভিযোগ, পিসিআর ভ্যানে উপস্থিত পুলিশ সচেতন ছিল না এবং পুলিশ ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীর কথা শোনার কোনও আগ্রহ দেখায়নি। 

দুটি কলে পুলিশ খবর পায়
পুলিশ জানিয়েছে যে কেউ কল করে জানিয়েছিল যে একটি ধুসর রঙের গাড়ি কুতুবগড়ের দিকে যাচ্ছে। যে গাড়িতে এক তরুণীর দেহ ঝুলছিল। এর পরপরই পিকেটে মোতায়েন পুলিশ সদস্যদের সতর্ক করা হয়। পুলিশ গাড়িটির খোঁজ শুরু করে। কিছুক্ষণ পর পুলিশের পিসিআর কল আসে। ফোনে বলা হয়, কানঝাওয়ালা থানা এলাকায় একটি মেয়ের মৃতদেহ রাস্তায় পড়ে আছে।

Advertisement

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। রাস্তায় পড়ে ছিল ওই তরুণীর লাশ। গায়ে একটা কাপড়ও ছিল না। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গোলপুরী এসজিএম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাড়িতে ছিল ৫ জন। প্রত্যেকেই দিল্লির বাসিন্দা। কেউ হেয়ার ড্রেসার আবার কেউ রেশন ডিলার।

 

Read more!
Advertisement
Advertisement