Advertisement

কলকাতার হোটেলে দিল্লির তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রৌঢ়

কাজ প্রয়োজন ছিল তরুণীর। আর সেই সুযোগ নিয়ে দক্ষিণ কলকাতার এক হোটেলে তরুণীকে ধর্ষণ করল এক প্রৌঢ়। থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

kolkata girl molested  kolkata girl molested
Aajtak Bangla
  • 10 Mar 2025,
  • अपडेटेड 6:10 PM IST
  • দিল্লির তরুণীকে কলকাতার হোটেলে ধর্ষণের অভিযোগ
  • গ্রেফতার ভবানীপুরের এখ প্রৌঢ়

কাজ প্রয়োজন ছিল তরুণীর। আর সেই সুযোগ নিয়ে দক্ষিণ কলকাতার এক হোটেলে তরুণীকে ধর্ষণ করল এক প্রৌঢ়। থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তার প্রেক্ষিতে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। ধৃতের বাড়ি ভবানীপুর থানা এলাকায়। 

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি ওই তরুণীকে ৭ তারিখ ওই তরুণীকে ভবানীপুরের একটি হোটেলে নিয়ে যায়। সেখানেই একটি ঘরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী কলকাতার একটি পানশালায় কাজ করেন। তিনি কাজ খুঁজছিলেন। বেশ কিছুদিন আগে অভিযুক্তের সঙ্গে তাঁর পরিচয় হয়। 

তরুণীর দাবি, সেই প্রৌঢ় তাঁকে কাজ পাইয়ে দেবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপর তাঁকে হোটেলে নিয়ে যান। আর সেখানেই ধর্ষণ করে। 

এদিকে সাত তারিখে এই ঘটনার পর ভবানীপুর থানার দ্বারস্থ হন তরুণী। তিনি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্তের পর সোমবার ওই প্রৌঢ়কে গ্রেফতার করে। তাকে আজ আদালতে তোলা হয়েছে। 

তরুণীর আরও দাবি, তাঁকে ধর্ষণের পর মুখ বন্ধ রাখার হুমকি দেয় অভিযুক্ত। থানায় যেতে বারণ করে। এমনকী প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়। পুলিশ সূত্রে খবর ওই তরুণী দিল্লির বাসিন্দা। পানশালায় কাজ করার সুবাদে তিনি কলকাতায় থাকেন। 

প্রসহ্গত, কলকাতায় মাঝে মধ্যেই ধর্ষণের অভিযোগ উঠছে। কিছুদিন আগে দমদমের এক স্কুলে ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল স্কুলেরই শিক্ষকের বিরুদ্ধে। ওই ছাত্রীর অভিযোগ ছিল, তাকে প্রধান শিক্ষক নিজের ঘরে ডেকে গোপনাঙ্গে হাত দেয়। জামাও ছিঁড়ে দেয়। সেই ঘটনাতেও থানায় অভিযোগ দায়ের হয়েছিল।    

Read more!
Advertisement
Advertisement