Advertisement

Cyber Crime: ঘরে বসে আয়ের লোভে এই অ্যাপ ডাউনলোড করে ফেলেননি তো? সতর্ক করল পুলিশ

ঘরে বসে চটপট আয়ের টোপ দেখিয়ে অনেক সময়েই অনেক সংস্থা থেকে অ্যাপ ডাউনলোড করার অনুরোধ করা হয়। তবে বিশেষ একটি অ্যাপ নিয়ে সতর্ক করছে দিল্লি পুলিশ। কী কী পরামর্শ দেওয়া হচ্ছে গ্রাহকদের? প্রতারণার হাত থেকে বাঁচতে এই পরামর্শ মেনে চলুন...

প্রতীকী ছবি প্রতীকী ছবি
অরবিন্দ ওঝা
  • নয়াদিল্লি,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 6:52 PM IST
  • ঘরে বসে আয়ের টোপ দেখিয়ে প্রতারণা
  • বিশেষ একটি অ্যাপ নিয়ে সতর্ক করল পুলিশ
  • কোন কোন পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের?

ঘরে বসে আয়ের লোভ দেখিয়ে মোবাইলে বিশেষ একটি অ্যাপ ডাউনলোডের নামে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে। গ্রাহকরা সেই মেসেজে ক্লিক করলেই সর্বস্ব খওয়াতে পারেন। তাই সাবধান করল দিল্লি পুলিশ। কী সেই মেসেজ?

গৌতমবুদ্ধ নগরের পুলিশ কমিশনারেট একটি ই-চালান সংক্রান্ত সাইবার জালিয়াতির মামলার গুরুত্ব সহকারে তদন্ত করছে। এই মামলায় 'WinGo' নামে একটি আর্নিং অ্যাপের ভূমিকা সন্দেহজনক বলে প্রাথমিক ভাবে চিহ্নিত করা হয়েছে। তদন্তে দেখা যাচ্ছে অ্যাপটি কার্যত একটি 'Telecom Mule as a Service' প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে বলে অনুমান করা হচ্ছে। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, এই অ্যাপটি সাধারণ মানুষকে সহজ ও দ্রুত আয়ের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে। বিশ্বাস অর্জনের জন্য শুরুতে গ্রাহকদের অল্প অল্প টাকা দ্রুত উইথড্র করার সুযোগ দেওয়া হয় এবং তাদের দিয়ে SMS বা মেসেজ পাঠানোর টাস্ক করানো হয়। অ্যাপটি গুগল অ্যাপ স্টোরে উপলব্ঝ নয় এবং ইনস্টল হওয়ার পর এটি প্রতিদিন স্বয়ংক্রিয় ভাবে প্রায় ৮০ থেকে ১০০টি SMS পাঠায়। যেগুলির সঙ্গে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কার্যকলাপের যোগসূত্র পাওয়া গিয়েছে।

তদন্তে আরও জানা গিয়েছে, তথাকথিত এই মেসেজ পাঠানোর টাস্কগুলি দেখতে সাধারণ মনে হলেও বাস্তবে এগুলির মাধ্যমে সম্ভাব্য ভুক্তভোগীদের কাছে স্ক্যাম বার্তা পৌঁছএ দেওয়া হয় অথবা বিভিন্ন সাইবার অপরাধমূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়। অধিকাংশ গ্রাহকই জানেন না তাঁদের অংশগ্রহণ সরাসরি বা পরোক্ষ ভাবে একটি বড় সাইবার অপরাধ নেটওয়ার্ককে সহায়তা করছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এই অ্যাপের সঙ্গে যুক্ত রয়েছে ১ লক্ষেরও বেশি গ্রাহক। 

তদন্তকারী আধিকারিকদের মতে, সাইবার প্রতারকরা এই ধরনের অ্যাপের মাধ্যমে সহজ-সরল ও দুর্বল শ্রেণির মানুষদের শোষণ করছে এবং তাঁদের ডিজিটাল পরিচয় ও কার্যকলাপকে প্রতারণা চালানো ও তা আড়াল করার কাজে ব্যবহার করছে। সামান্য লাভের লোভে পড়ে গ্রাহকরা অজান্তেই একটি স্ক্যাম চেনের অংশ হয়ে যাচ্ছেন।

Advertisement

গৌতমবুদ্ধনগর পুলিশ সাধারণ নাগরিকদেরত সতর্ক করে জানিয়েছে, অতিরিক্ত আয়ের প্রতিশ্রুতি দেওয়া SMS টাস্ক, মেসেজ ফরওয়ার্ডিং, রেফারাল ভিত্তিক বা ডিপোজিট চাওয়া যে কোনও অ্যাপ বা প্ল্যাটফর্ম থেকে দূরে থাকুন। 

কী কী পরামর্শ দিয়েছে পুলিশ?
> WinGo অ্যাপ একটি “Telecom Mule as a Service App”। নাগরিকদের এটি ইনস্টল না করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।
> কোনও বিশ্বস্ত আর্থিক লাইসেন্স ছাড়া গ্যারান্টিযুক্ত রিটার্ন বা দ্রুত আয়ের দাবি করা অ্যাপ/প্ল্যাটফর্ম থেকে সতর্ক থাকুন।
> SMS ফরয়ার্ডিং, কনটেন্ট পুনরায় পোস্ট করা বা টাস্ক-ভিত্তিক কোনও কাজ গ্রহণের আগে তার উদ্দেশ্য ও সম্ভাব্য ক্ষতিকর পরিণতি ভাল ভাবে বুঝে নিন।
> কোনও সন্দেহজনক অ্যাপ, অনাকাঙ্ক্ষিত আয়ের প্রস্তাব বা সাইবার প্রতারণা সংক্রান্ত কার্যকলাপের তথ্য অবিলম্বে ভারত সরকারের I4C জাতীয় সাইবার অপরাধ রিপোর্টিং পোর্টাল-এর Suspect Reporting ফিচারের মাধ্যমে অথবা নিকটবর্তী থানায় জানান।

 

Read more!
Advertisement
Advertisement