গৃহবধূর বাড়িতে ঢুকে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনা বুধবার রাতের। নির্যাতিতা কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ আদালতে তোলা হবে।
কীর্ণাহারের ঠিবা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ি ওই যুবতীর। বুধবার রাতে একাই ছিলেন তিনি। স্বামী বাড়িতে ছিলেন না। কোনও কাজে বাইরে গিয়েছিলেন। সেই সুযোগ নিয়েই ওই প্রতিবেশী ধর্ষণ করে বলে অভিযোগ।
বুধবার রাতে দরজা ভিতর থেকে লাগিয়ে ঘরে ঘুমোচ্ছিলেন গৃহবধূ। সেই সময় আসে অভিযুক্ত। মদ্যপ অবস্থায় ছিল সে। যুবতী দরজা খোলার পর জোর করে ঘরে ঢুকে যায় ওই ব্যক্তি। অত্যাচার শুরু করে। অভিযোগ, যুবতী যাতে পাড়া-প্রতিবেশীদের ডাকতে না পারে সেজন্য মুখে কাপড় বেঁধে দেয়। তারপর ধর্ষণ করে। মাঝ রাতে যুবতীকে অসুস্থ অবস্থায় বাড়িতে রেখে পালিয়ে যায়। পুলিশে খবর দিলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়।
এরপর সকালে কীর্ণাহার থানায় অভিযোগ দায়ের করেন যুবতী। তাঁর বয়ান অনুযায়ী, মদ্যপ অবস্থায় ছিল ওই ব্যক্তি। তার উপর রাতভর অকথ্য অত্যাচারের পর প্রাণনাশের হুমকিও দেয়। এদিকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। যুবতীকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়।
স্থানীয় সূত্রে খবর, প্রতিবেশী ওই ব্যক্তি এর আগেও কুপ্রস্তাব দিয়েছিল যুবতীকে। তবে তিনি প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু তার পরিণতি যে এমন হবে তা টের পাননি মহিলা।