দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং পড়ুয়ার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরে। দুর্গাপুরের মলানদীঘির বেসরকারি মেডিক্যাল কলেজের ঘটনা। হস্টেলের ঘরে ফাঁস লাগানো অবস্থায় পড়ুয়ার দেহ উদ্ধার হয়। শুক্রবার বেলা ১২ টা নাগাদ হস্টেল কর্তৃপক্ষ পড়ুয়ার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
জানা গেছে, মৃত ছাত্রীর নাম সুপ্রিয়া কোটাল। হস্টেল কর্তৃপক্ষ জানতে পারেন এক পড়ুয়া তাঁর ঘরের দরজা খুলছেন না। এরপরই তড়িঘড়ি হস্টেল কর্তৃপক্ষ দ্রুত সেই ঘরে পৌঁছে যান। দরজা খুলতেই দেখা যায় খাটে পড়ে রয়েছে পড়ুয়ার নিথর দেহ। ওই ঘরেই ফ্যানের সঙ্গে গলায় ওড়না ঝোলানো ছিল বলে দাবি। সঙ্গে সঙ্গে পড়ুয়াকে হাসপাতালে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপর হাসপাতালের তরফে সুপ্রিয়ার পরিবার এবং পুলিশকে খবর দেওয়া হয়।
পরিবারের দাবি, হস্টেল থেকে ফোন করে হাসপাতালে আসতে বলা হয়। এসে দেখি মেয়ে মারা গেছে। কীকরে মারা গেছে তা বলা হয়নি।
কী কারণে সুপ্রিয়ার মৃত্যু? খুন নাকি আত্মহত্যা রহস্য দানা বাঁধছে। খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের দাবি, পরীক্ষা সংক্রান্ত বিষয়ে চিন্তায় ছিল তাঁদের মেয়ে। এমনকি রেজাল্টও আশানুরূপ হয়নি। এরপরেই মর্মান্তিক ঘটনাটি ঘটে।