Advertisement

দুর্গাপুর ধর্ষণ কাণ্ড: 'আমি আপনার ছেলের মতো...' মমতার কাছে হঠাত্‍ ক্ষমা চাইলেন নির্যাতিতার বাবা

দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্ত চায় নির্যাতিতার পরিবার? এদিন সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে মুখ খোলেন নির্যাতিতার বাবা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন।  

দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডদুর্গাপুর গণধর্ষণ কাণ্ড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Oct 2025,
  • अपडेटेड 4:14 PM IST

দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্ত চায় নির্যাতিতার পরিবার? এদিন সংবাদমাধ্যমে এ প্রসঙ্গে মুখ খোলেন নির্যাতিতার বাবা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন।  

নির্যাতিতার বাবা বলেন, “আমি চাই অভিযুক্তের যতটা সম্ভব কঠোর শাস্তি হোক।” আরও বলেন, “মেয়েকে খুব আশা নিয়ে পশ্চিমবঙ্গে পাঠিয়েছিলাম, স্বপ্ন পূরণ করতে। কিন্তু ওর সঙ্গে যা ঘটেছে তা যেন বাংলার অন্য কোনও মেয়ের সঙ্গে না ঘটে—অথবা অন্য কোথাও। আমি গভীরভাবে হতাশ। যত তাড়াতাড়ি সম্ভব আমি বাংলা ছেড়ে যাওয়ার পরিকল্পনা করছি। মেয়ের সঙ্গে যা ঘটেছে তা অসহনীয়।”

মেয়ের বিচারে সিবিআই তদন্ত চান কিনা এই প্রশ্নে নির্যাতিতার বাবা বলেন, "এটি রাজ্য সরকারের উপর নির্ভর করছে।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নির্যাতিতার বাবা বলেন, "মমতা দিদি, যদি আমি কিছু ভুল বলে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার ছেলের মতো। আমি আশা করি ভারতের আর কোনও মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটবে না। আমি আমার মেয়ের জন্য দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।"

দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে তদন্ত করছে রাজ্য পুলিশ। তবে গতকাল, মঙ্গলবার কেন্দ্রীয় গোয়েন্দা  সংস্থা সিবিআই তদন্ত চাইছিলেন নির্যাতিতার বাবা। তাঁর দাবি, সিবিআই তদন্ত করলে আরও ভালো হত। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে এই কথা জানালেন তিনি। 

এই কাণ্ডে ইতিমধ্যেই শেখ রেয়াজউদ্দিন, অপু বাউড়ি, ফিরদৌস শেখ, নাসিরউদ্দিন, সফিক শেখকে গ্রেফতার করে পুলিশ। তাদের বয়ানও নেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে, দ্রুত গতিতে তদন্ত চলছে। দুর্গাপুরে ২৩ বছরের এক মেডিক্যাল ছাত্রীর ওপর নৃশংস গণধর্ষণের ঘটনায় মূল পলাতক অভিযুক্তকে ধরিয়ে দেয় তার বোন। তাঁর উদ্যোগেই মূল অভিযুক্ত সফিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

Read more!
Advertisement
Advertisement