ই-কমার্স সংস্থা অ্যামাজন ও ফ্লিপকার্টের (Amazon-Flipkart) বিপদ বাড়ছে। দুটি সংস্থাই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) স্ক্যানারে। যার নির্যাস, আজ অর্থাত্ মঙ্গলবার দুটি সংস্থার ১৯টি ঠিকানায় তল্লাশি চালাল ইডি। অভিযোগ, দিনের পর দিন বিদেশি বিনিয়োগ নীতির নিয়ম লঙ্ঘন করছে এই দুই সংস্থা।
১৯টি ঠিকানায় তল্লাশি ইডি-র
ইন্ডিয়া টুডে-কে সূত্র জানিয়েছে, Amazon ও Flipkart-এর উচ্চপদস্থ অফিসারদের বিরুদ্ধে FEMA আইন লঙ্ঘন করার মতো গুরুতর অভিযোগ রয়েছে। সেই সূত্রেই তল্লাশি অভিযানে নেমেছে ইডি। জানা যাচ্ছে, একাধিক উচ্চপদস্থ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। এদিন দিল্লি, বেঙ্গালুরু, মুম্বই ও পঞ্চকুলা মিলিয়ে ১৯টি ঠিকানায় রেইড করছে ইডি। FEMA নিয়মের আওতায় তল্লাশি অভিযান চলছে।
বিধি লঙ্ঘনের অভিযোগ
অ্যামাজন ও ফ্লিপকার্টের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেছে ইডি। অভিযোগ, Amazon এবং Flipkart সরাসরি বা পরোক্ষভাবে কিছু নির্দিষ্ট ভেন্ডরকে সুবিধা পাইয়ে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগ (FDI) নিয়ম লঙ্ঘন করছে। উভয় সংস্থার বিরুদ্ধে অভিযোগকারীরা যুক্তি দিয়েছে, এইভাবে তারা ই-কমার্স প্ল্যাটফর্মে অন্যান্য ভেন্ডরদের মতো সমান সুযোগ দিচ্ছে না, যা ভারতে FEMA নির্দেশিকাগুলির বিরুদ্ধে।
এমন অভিযোগ প্রতিনিয়ত পাওয়া যাচ্ছিল
ইডি একটি অনুসন্ধান অভিযান পরিচালনা করার পরে এবং প্রাথমিক তদন্তের সময় পাওয়া প্রমাণগুলি সংগ্রহ করার পরে, উভয় সংস্থার শীর্ষ নির্বাহীদের (আমাজন-ফ্লিপকার্টের শীর্ষ নির্বাহীদের) তলব করার সম্ভাবনাবেড়েছে। গত কয়েক বছরে, দেশীয় ব্যবসায়ী এবং বাণিজ্য সংস্থাগুলি প্রায়শই অভিযোগ করেছে যে বিদেশী ই-কমার্স প্ল্যাটফর্মগুলি তাদের কিছু বিক্রেতার পক্ষে বাজার পরিচালনা করে, যার ফলে ছোট বিক্রেতাদের সমান সুযোগ পাওয়া যায় না।