Advertisement

পারিবারিক জমি বিবাদ, দুর্গাপুরে দা দিয়ে ২ ভাইকে কোপাল দাদা

পারিবারিক একটি জমি নিয়ে গোলক পালের সঙ্গে বচসা শুরু হয় আকাশ পালের। অভিযোগ, কথা কাটাকাটি বাড়ার পর হটাৎই আকাশ তার ভাই গোলকের ওপর চড়াও হয়।

জমি বিবাদের জেরে আক্রান্তজমি বিবাদের জেরে আক্রান্ত
অনিল গিরি
  • দুর্গাপুর,
  • 08 Nov 2021,
  • अपडेटेड 12:54 PM IST
  • জমি বিবাদের জেরে রক্তারক্তি
  • দুই ভাইকে আক্রমণ দাদার
  • হাসপাতালে চিকিৎসাধীন আহতরা

জমি নিয়ে পারিবারিক বিবাদের জের। দাদার হাসুয়ার কোপে জখম দুই ভাই। একজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সুকান্ত পল্লীর ঘটনা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু পুলিশের। 

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যায়। পারিবারিক একটি জমি নিয়ে গোলক পালের সঙ্গে বচসা শুরু হয় আকাশ পালের। অভিযোগ, কথা কাটাকাটি বাড়ার পর হটাৎই আকাশ তার ভাই গোলকের ওপর চড়াও হয়। হাতের সামনে থাকা ধারাল একটি দা নিয়ে গোলকের ওপর আক্রমণ করে সে। মাথার পিছন দিকে লাগে দা-এর কোপ। সেই সময় আকাশের হাত থেকে গোলককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার আরও এক ভাই রনি পাল। 

আহত অবস্থায় গোলক ও রনিকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তাঁদের মধ্যে গোলকের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিসিইউতে রাখা হয়েছে। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার  পর থেকেই পলাতক অভিযুক্ত আকাশ পাল। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

আরও পড়ুন


 

Read more!
Advertisement
Advertisement