Advertisement

Elvish Yadav Firing: গুরুগ্রামে এলভিশ যাদবের বাড়ির সামনে চলল গুলি! তিন দুষ্কৃতীর খোঁজে তদন্তে পুলিশ

ইউটিউবার, বিগ বস ওটিটি জয়ী এলভিশ যাদবের বাড়ির সামনে গুলি চালনা। রবিবার ভোরে গুরগাঁওয়ের সেক্টর ৫৭ এ এলভিশের বিলাসবহুল বাংলোর সামনে এই ঘটনা ঘটে।

৩ ব্যক্তি বাইকে করে এসে গুলি চালায় বলে অভিযোগ।৩ ব্যক্তি বাইকে করে এসে গুলি চালায় বলে অভিযোগ।
Aajtak Bangla
  • গুরুগ্রাম,
  • 17 Aug 2025,
  • अपडेटेड 10:33 AM IST
  • ইউটিউবার, বিগ বস ওটিটি জয়ী এলভিশ যাদবের বাড়ির সামনে গুলি চালনা।
  • রবিবার ভোরে গুরগাঁওয়ের সেক্টর ৫৭ এ এলভিশের বিলাসবহুল বাংলোর সামনে এই ঘটনা ঘটে।
  • পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে বাড়ির সামনে শূন্যে গুলি চালায়।

ইউটিউবার, বিগ বস ওটিটি জয়ী এলভিশ যাদবের বাড়ির সামনে গুলি চালনা। রবিবার ভোরে গুরগাঁওয়ের সেক্টর ৫৭ এ এলভিশের বিলাসবহুল বাংলোর সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে তিন দুষ্কৃতী মোটরবাইকে এসে বাড়ির সামনে শূন্যে গুলি চালায়। বাড়ির একতলা ও দু'তলার দেওয়ালে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, অন্তত ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালানো হয়েছে। মুখোশধারী তিন দুষ্কৃতীর মধ্যে দু’জন বাইক থেকে নেমে গুলি চালায়। বাকি একজন বাইকেই বসে ছিল। গুলি চালানোর পরেই বাইকে চড়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। 

ঘটনার সময় যদিও এলভিশ যাদব বাড়িতে ছিলেন না। সাধারণত তিনি তিনতলার ঘরে থাকেন। তবে বাড়ির কেয়ারটেকার ও কিছু পরিবারের সদস্যরা ভিতরে ছিলেন। সৌভাগ্যবশত কেউ আহত হননি। পুলিশের PRO সন্দীপ কুমার জানান, 'রবিবার ভোরে মুখোশধারী তিন দুষ্কৃতী এলভিশ যাদবের সেক্টর ৫৭ র বাড়িতে গুলি চালায়। বেশ কয়েক রাউন্ড ফায়ারিং হয়। কেউ আহত হননি।'

তদন্তে পুলিশ
গুলি চালনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। ফরেনসিক টিম বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে। পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, পরিবারের তরফে লিখিত অভিযোগ জমা পড়লেই আইনি পদক্ষেপ নেওয়া হবে। তবে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।

এলভিশের বাবা যা বললেন
এলভিশ যাদবের বাবা জানিয়েছেন, 'আমরা ঘুমোচ্ছিলাম। ভোরবেলায় বাইকে করে তিনজন দুষ্কৃতী আসে। দু’জন বাইক থেকে নেমে গুলি চালায়। এক জন বাইকেই বসে ছিল। অন্তত ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালানো হয়। তারপর তারা পালিয়ে যায়। এর আগে কখনও কোনও হুমকি বা কিছু আসেনি। এলভিশ যদিও বাড়ি নেই। ও কাজের সূত্রে ভিনরাজ্যে আছে।'

এলভিশ যাদব কে?
২৭ বছর বয়সী এলভিশ যাদব একজন জনপ্রিয় হিন্দি ইউটিউবার। ২০২৩ সালে বিগ বস ওটিটি ২তে অংশ নেন। জেতেনও। তাঁর ফলোয়ার্সের সংখ্যা বিপুল। ইউটিউব ছাড়াও মিউজিক ভিডিও ও সিনেমাতেও কাজ করেছেন। যদিও তাঁর ইউটিউবের বিভিন্ন ভিডিও কেন্দ্র করে বিতর্কও কম নেই। তাছাড়া গত বছর নয়ডা পুলিশ তাঁকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে সাপের বিষ নিয়ে 'রেভ পার্টি'তে যোগদানের অভিযোগ উঠেছিল। অভিযোগ, কোবরার বিষ দিয়ে নেশার ব্যবস্থা ছিল সেই পার্টিতে। সেই ঘটনায় এলভিশ যাদবের নাম জড়ায়। পরে যদিও তিনি জামিন পান। তবে সেই মামলা এখনও চলছে।

এলভিশ যাদবের গুরগাঁওয়ের বাড়িতে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্তে নেমেছে। তবে কে বা কারা এই হামলার পিছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনায় চিন্তিত স্থানীয়রা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement