Advertisement

মুম্বই হামলায় জঙ্গিদের বিরুদ্ধে লড়েছিলেন, সেই প্রাক্তন NSG কমান্ডোর কাছ থেকে উদ্ধার ২০০ কেজি গাঁজা

গাঁজাসহ মাদক পাচারের অভিযোগে দির্ঘদিন ধরেই বজরঙ্গ সিংকে খুঁজছিল পুলিশ। তাঁকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। পুলিশ সূত্রে খবর, মূলত রাজস্থানের বাইরে পাচারচক্র সক্রিয় রাখার কাজে যুক্ত ছিলেন তিনি।

গ্রেফতার বজরঙ্গ সিং গ্রেফতার বজরঙ্গ সিং
Aajtak Bangla
  • জয়পুর ,
  • 03 Oct 2025,
  • अपडेटेड 2:44 PM IST
  • গ্রেফতার এনএসজির প্রাক্তন কমান্ডো
  • তাঁর কাছ থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে

২৬/১১ মুম্বই হামলায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে হিরোর তকমা পেয়েছিলেন। সেই প্রাক্তন এনএসজি কমান্ডো গাঁজা পাচার চক্রের মূল চক্রী হিসেবে গ্রেফতার। ধৃতের নাম বজরঙ্গ সিং। রাজস্থানের অ্যান্টি টেরোরিজম স্ক্য়োয়াড ও অ্যান্টি নারকোটিক টাক্স ফোর্সের তরফে তাঁকে গ্রেফতার করা হয়। 

গাঁজাসহ মাদক পাচারের অভিযোগে দির্ঘদিন ধরেই বজরঙ্গ সিংকে খুঁজছিল পুলিশ। তাঁকে ধরিয়ে দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। পুলিশ সূত্রে খবর, মূলত রাজস্থানের বাইরে পাচারচক্র সক্রিয় রাখার কাজে যুক্ত ছিলেন তিনি। কিন্তু বুধবার রাতে রাজস্থানের চুরু থেকে  ওই প্রাক্তন এনএসজি কমান্ডো গ্রেফতার হন। তাঁর কাছ থেকে উদ্ধার হয় ২০০ কেজি গাঁজা। 

রাজস্থান পুলিশের এক কর্মকর্তা জানান,'বজরঙ্গ সিংকে ধরতে গত দুমাস ধরে জায়গায় জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। একাধিক রাজ্যের গোয়েন্দারা পুলিশকে সাহায্য করছিলেন। রাজস্থানের মতো জায়গায় মাদক পাচার কমানোর ক্ষেত্রে বজরঙ্গের গ্রেফতার উল্লেখযোগ্য ঘটনা। তা নিয়ে কোনও সন্দেহ নেই। অভিযুক্ত বেশি টাকা কামানোর জন্য অসৎপথে হেঁটেছিল।' 

রাজস্থানের শিকার জেলার করঙ্গা গ্রামের বাসিন্দা বজরঙ্গ। অল্প বয়সে BSFএ যোগ দেন। ছোটো থেকেই ভালো কুস্তি লড়তেন। বিএসএফ থেকে তাঁকে এনএসজিতে নেওয়া হয়। ২০০৮ সালের মুম্বইয়ে জঙ্গি বিরোধী অভিযানে অংশ নিয়ে বীরত্বের পরিচয় দিয়েছিলেন। ২০২১ সালে অবসর গ্রহণের পর অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়েন। 

সেই সময় থেকেই পুলিশের নজরে পড়ে যান বজরঙ্গ। তবে বজরঙ্গ বেশিদিন এক জায়গায় থাকতেন না। ফোন নম্বর বদলে ফেলতেন। এমনকী ব্যবহারও করতেন খুব কম। পুলিশের দাবি, প্রথমদিকে ওড়িশা ও তেলাঙ্গানা রাজ্যের মধ্যে তাঁর কাজ সীমাবদ্ধ ছিল। তবে তা প্রসারিত হতে থাকে।  
  
 

Read more!
Advertisement
Advertisement