Advertisement

ED on Fake Passport: বাংলায় জাল পাসপোর্ট কাণ্ডে এবার ED-র এন্ট্রি, কলকাতা পুলিশের থেকে তথ্য সংগ্রহ শুরু

জাল পাসপোর্ট কেলেঙ্কারিতে কলকাতা পুলিশের কাছ থেকে নথি সংগ্রহ করল ইডি। বুধবার একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, কলকাতা পুলিশের কাছ থেকে জাল পাসপোর্ট কেলেঙ্কারি সম্পর্কিত সমস্ত নথি সংগ্রহ করা হয়েছে। এরপর সেগুলি পরীক্ষা করার কাজ শুরু করেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ধরতে সক্রিয় ইডি।

ইডি ফাইল ছবিইডি ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jan 2025,
  • अपडेटेड 1:02 PM IST

জাল পাসপোর্ট কেলেঙ্কারিতে কলকাতা পুলিশের কাছ থেকে নথি সংগ্রহ করল ইডি। বুধবার একজন সিনিয়র অফিসার জানিয়েছেন, কলকাতা পুলিশের কাছ থেকে জাল পাসপোর্ট কেলেঙ্কারি সম্পর্কিত সমস্ত নথি সংগ্রহ করা হয়েছে। এরপর সেগুলি পরীক্ষা করার কাজ শুরু করেছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ধরতে সক্রিয় ইডি।

সূত্রের খবর, মঙ্গলবার ইডি আধিকারিকরা জাল পাসপোর্ট সংক্রান্ত নথি পুলিশের কাছ থেকে নেয়। নথিগুলি খতিয়ে দেখার পর মামলা দায়ের করা হতে পারে।

ওই অফিসার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, নথিগুলি দেখার পরে সম্ভবত এই বিষয়ে একটি এফআইআর দায়ের করবে। বলেন, "আমরা কলকাতা পুলিশের কাছ থেকে জাল পাসপোর্ট কেলেঙ্কারি সংক্রান্ত নথি পেয়েছি। বিষয়টির প্রাথমিক তদন্ত চালাচ্ছি।"

তিনি আরও জানান, ইডি অফিসাররা ভবানীপুর থানা থেকে এফআইআর কপিগুলির বিশদ বিবরণ সংগ্রহ করেছে। এই মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিবরণ উল্লেখ করেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা তারপর তাদের পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এফআইআর দায়ের করার সময় এই বিষয়ে কোনও ধারা যুক্ত করা হবে। 

জাল পাসপোর্ট র‌্যাকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত ন'জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। গত ১৫ ডিসেম্বর ভারতের জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় সমরেশ বিশ্বাস ও দীপক মণ্ডলকে। ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার একটি চক্র চলছে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে এই চক্র সক্রিয় রয়েছে। 

কলকাতা এবং শহরতলির একাধিক এলাকা থেকে সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশে অশান্তির জেরে চলছে ধরপাকড়। সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়িয়েছে বিএসএফ। 

Read more!
Advertisement
Advertisement