Advertisement

Krishnanagar student murder case: কৃষ্ণনগরে ছাত্রী খুনে গ্রেফতার অভিযুক্ত দেশরাজের বাবা রাঘবেন্দ্র, ছেলেকে পালাতে সাহায্য

নদিয়ার কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনকাণ্ডে ফের চাঞ্চল্য। এ বার গ্রেপ্তার হলেন মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং। শনিবার রাতে রাজস্থানের জয়সলমীর বিএসএফ-এর ২০ নম্বর ব্যাটেলিয়নের কম্পাউন্ড থেকে তাঁকে পাকড়াও করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Sep 2025,
  • अपडेटेड 3:35 PM IST
  • নদিয়ার কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনকাণ্ডে ফের চাঞ্চল্য।
  • এ বার গ্রেফতার হলেন মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং।

নদিয়ার কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিক খুনকাণ্ডে ফের চাঞ্চল্য। এ বার গ্রেফতার হলেন মূল অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং। শনিবার রাতে রাজস্থানের জয়সলমীর বিএসএফ-এর ২০ নম্বর ব্যাটেলিয়নের কম্পাউন্ড থেকে তাঁকে পাকড়াও করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। রবিবার তাঁকে সেখানকার বিশেষ আদালতে তোলা হবে এবং ট্রানজিট রিমান্ডে কৃষ্ণনগরে আনা হবে।

পুলিশের দাবি, ছাত্রী খুনের পর ছেলেকে লুকিয়ে থাকতে সক্রিয় ভূমিকা নেন রাঘবেন্দ্র। শুধু তাই নয়, দেশরাজকে নতুন মোবাইল কিনতেও সাহায্য করেছিলেন তিনি। তদন্তকারীদের অভিযোগ, উত্তরপ্রদেশের দেউড়ি গ্রামে পুলিশ তল্লাশি চালাতে গেলে যাতে ছেলে ধরা না পড়ে, তার জন্য সবরকম সহযোগিতা করেছিলেন রাঘবেন্দ্র প্রতাপ সিং।

এর আগে এই মামলায় দেশরাজের মামা কুলদীপ সিংকে গ্রেফতার করে পুলিশ। কুলদীপের কাছ থেকে পাওয়া তথ্যের সূত্র ধরেই নেপাল সীমান্ত থেকে মূল অভিযুক্ত দেশরাজকে গ্রেফতার করা সম্ভব হয়েছিল। এরপর বিএসএফ কম্পাউন্ডেই গৃহবন্দি রাখা হয়েছিল রাঘবেন্দ্রকে, পুলিশ সূত্রে এমনই খবর।

উল্লেখ্য, গত ২৫ অগস্ট কৃষ্ণনগরের ছাত্রী ঈশিতা মল্লিককে তাঁর বাড়িতেই ঢুকে খুনের অভিযোগ ওঠে দেশরাজ সিংয়ের বিরুদ্ধে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন ঈশিতা, আর সেই কারণেই নৃশংসভাবে খুন করে দেশরাজ।

 

Read more!
Advertisement
Advertisement