Advertisement

Firing At Burdwan Dead: বর্ধমানের ল্যাংচাহাবে চলল এলোপাথারি গুলি, মৃত ১ জখম আরও ১ জন

Firing At Burdwan Dead: শনিবার রাতে বর্ধমানের শক্তিগড়ে আচমকা গুলিবৃষ্টি। এলোপাথারি গুলিতে একটি গাড়িতে থাকা একজন মারা গিয়েছেন। জখম হয়েছেন আরও ১ জন।

বর্ধমানের ল্যাংচাহাবে চলল এলোপাথারি গুলি, মৃত ১ জখম আরও ১ জন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 01 Apr 2023,
  • अपडेटेड 11:50 PM IST
  • বর্ধমানের ল্যাংচাহাবে চলল এলোপাথারি গুলি
  • মৃত ১ জখম আরও ১ জন
  • এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে

Firing At Burdwan Dead: বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা হাবে চলল এলোপাথারি গুলি। গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন একজন। জখম আরও দু'জন। আচমকা গুলির ছররায় আতঙ্কিত এলাকাবাসী। বিশেষ করে ল্যাংচা খেতে যাঁরা ভিড় করেছিলেন, সেই সব সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কী কারণে গুলি, তা অবশ্য জানা যায়নি।

এদিন ১৯ নম্বর জাতীয় সড়কে চলল গুলি। শনিবার রাতে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের আমড়া মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, গুলিতে যাঁর মৃত্যু হয়েছে, তাঁর নাম রাজু ঝা। জখম হয়েছেন আর এক জন। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত ৮টা নাগাদ একটি সাদা চারচাকা গাড়ি শক্তিগড়ের ল্যাংচা হাবে দাঁড়িয়ে ছিল। গাড়িতে ছিলেন চার জন। সেই সময় কলকাতাগামী একটি নীল রঙের গাড়ি থেকে গুলি ছোড়া হয়। স্থানীয়দের দাবি, চার থেকে পাঁচটি গুলি চালানো হয়। চালকের পাশের আসনে রাজু বসেছিলেন। মূলত তাঁকে নিশানা করা হয়। আরও এক জন গুলিতে জখন হন। দু’জনকেই বর্ধমানের অনাময় হাসপাতালে আনা হয়। সেখানে রাজুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজু কয়লার ব্যবসায়ী। আর এক জন যিনি জখম হয়েছেন, তাঁর নাম বোতিন মুখোপাধ্যায়। তাঁর হাতে গুলি লেগেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নীল গাড়িটি গুলি চালিয়ে দ্রুত বেগে কলকাতার দিকে চলে যায়।  স্থানীয়রা  সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তীব্র আওয়াজে কেঁপে ওঠে এলাকা। কেউ কেউ ছুটে এসে দেখেন, সাদা একটি গাড়ির কাচ ভেঙে গিয়েছে। ভিতরে দু’জন গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন। স্থানী সূত্রে খবর, গাড়িতে চারজন ছিলেন। তাঁদের মধ্যে দু’জনের গুলি লেগেছে। পুলিশ তাঁদের হাসপাতালে নিয়ে যায়। পরে একজনের মৃত্যু হয়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement