সীমান্তে গ্রেফতার পাচারকারী বাংলাদেশী কিশোর
ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে চোরাচালানকারী গ্রেফতার করল বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার সীমান্তরক্ষীরা ।শনিবার এক কিশোরকে দক্ষিণ দিনাজপুর জেলার হরিহরপুর বর্ডার আউটপোস্ট এলাকা থেকে পাচারের সময় হাতেনাতে ধরে বিএসএফ জওয়ানরা তাদের হরিরামপুর থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএসএফ কর্তারা।
ভারত থেকে ফেনসিডিল পাচারের ছক বানচাল
কিশোর বাংলাদেশের বাসিন্দা বলে জানা গিয়েছে এপারে এসো সে ভারত থেকে ফেনসিডিল ভর্তি ব্যাগ নিয়ে কাঁটাতার পার করে বাংলাদেশে যাওয়ার ছক কষেছিল বলে বিএসএফ জওয়ানরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছেন।
টুইটে জানাল বিএসএফ
বিএসএফের তরফ থেকে টুইট করে বিষয়টি জানানো হয়েছে। ধৃত কিশোরের বয়স ১৫ বছর বলে জানা গিয়েছে। অল্প বয়সীদের কাজে লাগিয়ে এই ধরনের পাচার, পুলিশ এবং সীমান্তরক্ষীদের চোখে ধুলো দিতেই সম্প্রতি ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। ওই কিশোর পাচার চক্রের সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
চিনা গুপ্তচর ধরার পর কড়া নিরাপত্তা
সম্প্রতি মালদার মহদীপুর সীমান্ত থেকে বাংলাদেশ হয়ে ভারতে চিনা অনুপ্রবেশকারী গুপ্তচর আটক হওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনিতেই ভারত-বাংলাদেশ সীমান্তগুলিতে কড়া সুরক্ষা থাকে। তার ওপর সম্প্রতি অন্তর্দেশীয় চোরাচালান এবং অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে যাওয়ায় নিরাপত্তা আঁটসাট করা হয়েছে।
নেশার সামগ্রী পাচার
তবে শুধু ফেনসিডিল নয়, আরও নেশার সামগ্রী সম্প্রতি সীমান্ত এলাকা থেকে নিয়ে রক্ষীবাহিনীর চোখে ধুলো দিয়ে এই এলাকা দিয়ে ও দেশে পাচার করে দিচ্ছিল কিছু কিশোর-যুবক বলে বিএসএফের কাছে খবর ছিল। এদিন ওই কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে নজরে রাখে। তারপর হাতেনাতে তাকে ধরা হয়।