Advertisement

Kolkata Scam News: হিডকোর জমি পাইয়ে দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার মহিলা

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝেমধ্যেই জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠে আসে। শহর হোক বা গ্রাম, ছবিটা সর্বত্র কার্যত একইরকম। কোনও কোনও জায়গায় তো রীতিমতো বড়সড় জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এবার ফের একবার উঠল জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ।

সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ।সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ।
প্রীতম ব্যানার্জী
  • বিধাননগর,
  • 29 Dec 2024,
  • अपडेटेड 3:07 PM IST

রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝেমধ্যেই জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠে আসে। শহর হোক বা গ্রাম, ছবিটা সর্বত্র কার্যত একইরকম। কোনও কোনও জায়গায় তো রীতিমতো বড়সড় জমি কেলেঙ্কারির অভিযোগ ওঠে। এবার ফের একবার উঠল জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতারও হয়েছেন এক মহিলা। কলকাতা সংলগ্ন দমদম থেকে জয়শ্রী বন্দ্যোপাধ্যায় নামে ওই মহিলাকে গ্রেফতার করেছে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। ওই মহিলার বিরুদ্ধে নিউটাউনে হিডকোর জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। 

অভিযোগ, একাধিক ব্যক্তিকে হিডকোর ভুয়ো জমি দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জয়শ্রী বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে। এই ভাবেই ওই মহিলা প্রতারণা চক্র চালাতেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, এর আগে আরও ২ জনকে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা শাখা। তাঁদের জিজ্ঞারসাবাদ করেই উঠে আসে এই মহিলার নাম। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হিডকোর সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করা হয়েছে। ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেই দিকটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

উল্লেখ্য সম্প্রতি বারেবারেই আলোচনার কেন্দ্রে উঠে আসছে হিডকো। কয়েকদিন আগেই হিডকোর চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম জানিয়েছেন, গুঞ্জনের কিছু নেই। আমাকে একসময় হিডকোর দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন তিনি নিয়ে নিয়েছেন। এটা ক্যাবিনেটেড ডিসিশন। আমি দলের অনুগত সৈনিক। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দেবেন সেটাই আমি মাথা পেতে নেব। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দেবেন সেটাই আমি মাথা পেতে নেব।

সংবাদদাতা -অরিন্দম ভট্টাচার্য

Read more!
Advertisement
Advertisement