Advertisement

Gardenreach Businessman Arrested: গার্ডেনরিচে খাটের তলায় মিলেছিল ১৭ কোটি, অবশেষে গাজিয়াবাদ থেকে ধৃত ব্যবসায়ী আমির খান

Gardenreach Businessman Arrested: অর্পিতার ফ্ল্যাটে টাকা উদ্ধারের পর চাঞ্চল্য পড়ে যায় গার্ডেনরিচে উদ্ধার হওয়া ১৭ কোটি টাকা নিয়ে। ব্যবসায়ী আমির খানের বাড়িতে পাওয়া যায় ১৭ কোটি টাকা। ইডি'র আরও এক চাঞ্চল্য ফেলে দেওয়া অভিযান। মোবাইল গেমিং থেকে প্রতারণা করে টাকা হাতায় আমির। সেই প্রতারককে শনিবার পাকড়াও করল পুলিশ। ইডির তল্লাশি অভিযানের পর থেকেই বেপাত্তা ছিল আমির খান। অবশেষে, গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

গাজিয়াবাদ থেকে ধৃত ব্যবসায়ী আমির খানগাজিয়াবাদ থেকে ধৃত ব্যবসায়ী আমির খান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Sep 2022,
  • अपडेटेड 1:06 PM IST
  • অর্পিতার ফ্ল্যাটে টাকা উদ্ধারের পর চাঞ্চল্য পড়ে যায় গার্ডেনরিচে উদ্ধার হওয়া ১৭ কোটি টাকা নিয়ে
  • অবশেষে, গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ

Gardenreach Businessman Arrested: অর্পিতার ফ্ল্যাটে টাকা উদ্ধারের পর চাঞ্চল্য পড়ে যায় গার্ডেনরিচে উদ্ধার হওয়া ১৭ কোটি টাকা নিয়ে। ব্যবসায়ী আমির খানের বাড়িতে পাওয়া যায় ১৭ কোটি টাকা। ইডি'র আরও এক চাঞ্চল্য ফেলে দেওয়া অভিযান। মোবাইল গেমিং থেকে প্রতারণা করে টাকা হাতায় আমির। সেই প্রতারককে শনিবার পাকড়াও করল পুলিশ। ইডির তল্লাশি অভিযানের পর থেকেই বেপাত্তা ছিল আমির খান। অবশেষে, গাজিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

আমির খান E-Nuggets নামে একটি অ্যাপ চালাত। ওই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা প্রতারণা করা হয় বলে অভিযোগ। গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় কলকাতার চার জায়গায় একযোগে তল্লাশি শুরু চালায় ইডির আধিকারিকরা। পার্ক স্ট্রিটের কাছে ম্যাকলয়েড স্ট্রিট, নিউটাউন, মোমিনপুরে বন্দর সংলগ্ন এলাকায় এবং গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে শুরু হয় অভিযান। ঘণ্টা তিনেক পর গার্ডেনরিচে বাড়ির মালিক আমির খানের বাবা নাসির খানের বাড়িতে খাটের তলায় টাকার বান্ডিলের হদিশ পায় ইডি। 

ইডির তল্লাশির দিন নিসার আহমেদ খান সেই সময় বাড়িতে ছিলেন। সেদিনের পর থেকে আমিরে গা ঢাকা দেন। তদন্তকারীরা জানান, নানা জায়গা বদলে পালাচ্ছিল আমির। লোকেশন ট্র্যাক করে খোঁজার চেষ্টা হচ্ছিল। তারপরই গাজিয়াবাদে তাঁর খোঁজ মেলে। সেখানে গিয়ে তাঁকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। তাকে কলকাতায় নিজে আসা হচ্ছে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement