Advertisement

হুগলির ধারাবাহিক ধর্ষণকাণ্ড! নির্যাতিতার চাঞ্চল্যকর জবানবন্দি

চুঁচুড়ার (Chinsurah) ঝাপপুকুর এলাকার বাসিন্দা এক নির্যাতিতা জানান, চলতি মাসের ১৮ তারিখ হোয়াটসঅ্যাপে তাঁকে তাঁরই কিছু অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করে বিশাল। যদি ওই মহিলা শারীরিক সম্পর্কে রাজি না হন, তাহলে সেই সমস্ত ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত। তাঁকে বন্দুক দেখিয়ে ভয় দেখান হয়। এমনকি তাঁর থেকে আংটি সহ সোনার গহনাও দাবি করা হয় বলে অভিযোগ। আর যদি তা না দেওয়া হয় তাহলে ওই মহিলার গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় বিশাল।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
ভোলানাথ সাহা
  • চুঁচুড়া,
  • 25 Feb 2021,
  • अपडेटेड 2:57 PM IST
  • গোপন মুহূর্তের ছবি ভাইরালের হুমকি
  • দাবি করা হয় সোনার গহনা
  • ডেলিভারি বয়ের বিরুদ্ধে অভিযোগ নির্যাতিতার

হুগলির (Hooghly) চুঁচুড়ার ধারাবাহিক ধর্ষণকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা জানালেন এক নির্যাতিতা। যৌন নির্যাতত থেকে লুঠপাটের চেষ্টা, সমস্ত ঘটনা প্রকাশ করলেন ওই মহিলা। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত ডেলিভারি বয় বিশাল বর্মা ও তার এক সাগরেদ সুমন মণ্ডকে গ্রেফতার করেছে পুলিশ। 

চুঁচুড়ার (Chinsurah) ঝাপপুকুর এলাকার বাসিন্দা ওই নির্যাতিতা জানান, চলতি মাসের ১৮ তারিখ হোয়াটসঅ্যাপে তাঁকে তাঁরই কিছু অশ্লীল ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল শুরু করে বিশাল। যদি ওই মহিলা শারীরিক সম্পর্কে রাজি না হন, তাহলে সেই সমস্ত ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেয় অভিযুক্ত। তাঁকে বন্দুক দেখিয়ে ভয় দেখান হয়। এমনকি তাঁর থেকে আংটি সহ সোনার গহনাও দাবি করা হয় বলে অভিযোগ। আর যদি তা না দেওয়া হয় তাহলে ওই মহিলার গোপন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দেয় বিশাল। নির্যাতিতার আরও অভিযোগ শুধ বিশালই নয়, তার এক বন্ধু সুমন মণ্ডলও যৌন নির্যাতন চালায় এবং ধর্ষণ করার চেষ্টা করে। 

প্রসঙ্গত একটি সংস্থার ডেলিভারি বয় হিসেবে কাজ করত বিশাল। ডেলিভারির সময় ফিডব্যাকের অছিলায় মহিলাদের ফোন নম্বর নিত সে। তারপরেই যোগযোগ করত বিশাল। যোগযোগ গভীর হলে শুরু হত ভিডিও কল। অভিযোগ, সেই সময় মহিলাদের নানান আপত্তিজনক ও গোপন মুহূর্তের ছবি তুলে রাখত সে। তারপরেই শুরু হত ব্ল্যাকমেল। এই ভাবেই সে মহলিদের ধর্ষণ করত বলে অভিযোগ। এই মহিলার ক্ষেত্রেই সেই একই ছক করে বিশাল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বিশাল ও সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজতে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। লাগাতার দিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে ঘটনার মূলে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement