হুগলির হিন্দমোটরে দিনে দুপুরে অভিনব কায়দায় দোকানের ক্যাশ বাক্স লুঠ। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বরের জুতো লুকিয়ে রেখে টাকা আদায় করার চল আছে বিয়ে বাড়িতে। তবে এবার ব্যবসায়ীর জুতো সরিয়ে ক্যাশ লুঠ হতে পারে কে ভেবেছিল! নতুন কায়দায় কেপমারি হিন্দমোটরে। সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়।
হিন্দমোটর বিবি স্ট্রিটে ওষুধের দোকান রয়েছে মনোজ মুখোপাধ্যায়ের। তাঁর বাবা বিপ্লব মুখোপাধ্যায় দোকান খোলেন। একজন প্রৌঢ় ওষুধ কিনতে আসেন। তাঁকে ওষুধ দিয়ে দেন। তারপর আরও একজন ক্রেতা আসেন। বিভিন্ন ধরনের ওষুধ দেখে চলে যান। দোকান ঝাড় দেওয়ার জন্য বাইরে বেরিয়ে বৃদ্ধ দেখেন দোকানের সামনে খুলে রাখা তাঁর এক পাটি জুতো নেই। সে সময় এক যুবক এসে তাঁকে বলে কুকুরে জুতো নিয়ে গেছে।
বৃদ্ধ দোকান ফাঁকা রেখে জুতো খুঁজতে যান। সেই যুবক তাঁর পিছনে যায়। ফাঁকা দোকানে সেই সময় আসে সেই প্রৌঢ় যিনি দোকান খোলার সময় ওষুধ নিতে এসেছিলেন।
দোকানে ঢুকে ক্যাস বাক্স থেকে নগদ টাকা নিয়ে চম্পট দেয়। দোকান মালিক মনোজ মুখোপাধ্যায় বলেন, একটা দল এই কেমপারি করছে। সকালে বাবা দোকান খুলতে আসেন। তখনই তাঁরা টার্গেট করে। ওষুধ কেনার অছিলায় ক্যাশ বাক্স কোথায় সেটা দেখে যায় একজন। আরেকজন এসে জুতো সরায়।
আরেকজন এসে বলে কুকুরে জুতো নিয়ে গেছে। তারপর বাবা দোকান ফাঁকা রেখে জুতো খুঁজতে যেতেই ক্যাশ বাক্স সাফ করে যায়। হাজার দশেক টাকা ছিল বাক্সে। এই ঘটনায় খুব আতঙ্কে রয়েছেন তাঁরা। নিরাপত্তার অভাব বোধ করছেন। পুলিশে অভিযোগ করার কথাও জানান।