Advertisement

পরপর দুই কন্যা সন্তান, পুরশুড়ায় ক্ষোভে ৪ মাসের শিশুকে আছড়ে মারল বাবা

প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, দুপুর থেকেই পিয়ালী মালিক নামে ওই শিশুর বাবা ও মায়ের মধ্যে কথা কাটাকাটি চলছিল। রাতে পিয়ালীর বাবা সমীর মালিক ও মা প্রিয়া মালিকের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ সেই সময়েই চারমাসের শিশুকন্যা পিয়ালীকে আছাড় মেরে খুন করে সমীর।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
ভোলানাথ সাহা
  • পুরশুড়া,
  • 08 Feb 2022,
  • अपडेटेड 12:03 AM IST
  • কন্যা সন্তানকে আছড়ে খুন
  • গ্রেফতার অভিযুক্ত বাবা
  • তদন্ত শুরু পুলিশের

চার মাসের শিশু কন্যাকে আছাড়ে খুন করার অভিযোগ উঠলো বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হুগলির পুরশুড়া থানার (Hooghly Pursurah) ফুলপুকুর এলাকার। ঘটনায় অভিযুক্ত বাবা সমীর মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, দুপুর থেকেই পিয়ালী মালিক নামে ওই শিশুর বাবা ও মায়ের মধ্যে কথা কাটাকাটি চলছিল। রাতে পিয়ালীর বাবা সমীর মালিক ও মা প্রিয়া মালিকের মধ্যে হাতাহাতি হয়। অভিযোগ সেই সময়েই চারমাসের শিশুকন্যা পিয়ালীকে আছাড় মেরে খুন করে সমীর।

এলাকাবাসীরা আরও জানাচ্ছেন, পিয়ালীর আগে ওই দম্পতির আরও একটি কন্যা সন্তান রয়েছে। তার নাম পিউ মালিক। কিন্তু পিয়ালীর জন্মের পর থেকেই অশান্তি শুরু হয় ওই দম্পতির মধ্যে। মূলত পরপর দুটি কন্যা সন্তান হওয়ার জেরেই ওই অশান্তি বলে জানাচ্ছেন এলাকাবাসীরা।

আরও পড়ুন

পুরশুড়া থানা সূত্রে জানা গিয়েছে, মৃতা শিশুকন্যার মা প্রিয়া মালিক ও তাঁর বাপের বাড়ির লোকজনের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। শিশুটিকে উদ্ধার করে পুরশুড়া ব্লক হাসাপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে  অভিযুক্ত সমীর মালিককে গ্রেফতার করেছে পুলিশ। এই বিষয়ে আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল জানান, অভিযোগের ভিত্তিতে সমীর মালিককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Read more!
Advertisement
Advertisement