ডেঙ্গি প্রতিরোধের অভিযানে গিয়ে অ্যাসিড হামলার শিকার মহিলা স্বাস্থ্যকর্মী। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ সাঁকরাইলের বড়বাগান মান্নাপাড়া এলাকায়। অভিযোগ, জমা জলের বিষয়ে সচেতনার পাঠ দিতে গেলেই বচসা শুরু করেন বাড়ি মালিক। তারপরেই অ্যাসিড দিয়ে হামলা করেন। অভিযুক্ত বিপ্লব মান্নাকে গ্রেফতার করেছে পুলিশ।
ডেঙ্গি অভিযানে গিয়ে বিপদ
স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের মান্নাপাড়ায় যান ভেক্টর কন্ট্রোল টিমের তিনজন মহিলা স্বাস্থ্যকর্মী।
দিন কয়েক আগেই বিপ্লব মান্নার বাড়ির জমা জল থেকে ডেঙ্গির লার্ভা উদ্ধার হয়েছিল। তাই ফের ওই বাড়িতে যান স্বাস্থ্যকর্মীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে ও সচেতনতার প্রসারেই গিয়েছিলেন তাঁরা। অভিযোগ, বিপ্লব মান্নাকে ডেঙ্গি সচেতনতার বিষয়ে বোঝানোর চেষ্টা করলে তিনি উল্টে রেগে যান। রীতিমতো তেড়ে আসেন স্বাস্থ্যকর্মীদের উপর।
এরপরেই আচমকাই বিপ্লব মান্না একটি বোতল থেকে অ্যাসিড নিয়ে ঢেলে দেন এক মহিলা স্বাস্থ্যকর্মীর মাথা ও পিঠে। মুহূর্তে যন্ত্রণায় ছটফট করতে থাকেন স্বাস্থ্যকর্মী। ব্যথায় রাস্তায় লুটিয়ে পড়েন মহিলা। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে আসেন। আক্রান্তকে প্রথমে উদ্ধার করে হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
বিধায়কের প্রতিক্রিয়া
ঘটনার তীব্র নিন্দা করেছেন সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পাল। তিনি বলেন,
'ওঁরা তো মানুষের উপকারই করতে গিয়েছেন। সেই মানুষের সেবায় করতে গিয়েই কোনও কর্মী অ্যাসিড হামলার শিকার হচ্ছেন, এর থেকে বেদনাদায়ক ও উদ্বেগজনক কিছুই হতে পারে না। আমি দাবি করছি, প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয় এবং দোষীর কঠোর শাস্তি নিশ্চিত করে।'
পুলিশি পদক্ষেপ
অভিযুক্ত বিপ্লব মান্নার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রমাণ সংগ্রহ চলছে।
আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা
এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা। ডেঙ্গি প্রতিরোধ অভিযানে কাজ করা অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তাঁদের বক্তব্য, 'প্রতিদিন ঝুঁকি নিয়ে এলাকায় কাজ করি। এখন ভয় পাচ্ছি, আবার এমন কিছু না ঘটে।' কাজে বের হওয়ার সময় নিরাপত্তাকর্মী সঙ্গে দেওয়ারও দাবি করছেন অনেকে।