Advertisement

TMC পঞ্চায়েত প্রধান গুলিতে ঝাঁঝরা, হাওড়ায় রক্তাক্ত কাণ্ড

হাওড়া সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের ওই অঞ্চলের চেয়ারম্যান বাবু মণ্ডলকে লক্ষ্য করে পরপর গুলি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি রাজ্যের শাসকদলের।

বাবু মণ্ডল বাবু মণ্ডল
Aajtak Bangla
  • হাওড়া ,
  • 28 Nov 2025,
  • अपडेटेड 8:58 AM IST
  • হাওড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে পরপর গুলি
  • কোমরে ও কাঁধে গুলি লেগেছে তাঁর
  • গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

গুলিবিদ্ধ হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূলের ওই অঞ্চলের চেয়ারম্যান বাবু মণ্ডল। গুলি লেগেছে অনুপম রাণা নামে তাঁর এক সঙ্গীরও। দু'জনেই আশঙ্কাজনক অবস্থায় উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ নিশ্চিন্দা থানার সাঁপুইপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। অনুপমের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন এলাকার পঞ্চায়েত প্রধান বাবু মণ্ডল। তখনই অন্য একটি বাইকে চেপে দু'জন দুষ্কৃতী খুব কাছ থেকে বাবু মণ্ডলকে লক্ষ্য করে গুলি চালায়। বাবুর কোমরে ও কাঁধে গুলি লেগেছে। অনুপম বাধা দিতে গেলে তাঁকেও গুলি করে দ্রুত চম্পট দেয় অভিযুক্তরা। বাবু ও অনুপম দু'জনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে হাসপাতালে যান হাওড়া জেলা (সদর) তৃণমূলের সভাপতি ও বিধায়ক গৌতম চৌধুরী, বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি নূরজ মোল্লা সহ দলের একাধিক নেতা ও কর্মী। বিধায়ক কল্যাণ ঘোষ বলেন, ‘কেন এমনটা ঘটানো হল বোঝা যাচ্ছে না। দুস্কৃতীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশকে বলেছি।’ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজ চলছে।

ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই ধরনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে হাওড়ার রাজনৈতিক পরিবেশ। 

 

Read more!
Advertisement
Advertisement