কাটা মুন্ডু উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার ফোয়াড়া মোড় সংলগ্ন পুরাতন হাসপাতাল গ্রাউন্ডের ভিতরে পৌরসভার পার্কিং এরিয়ায়। ওই কাটা মুন্ডুর পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। খুন নাকি তন্ত্রমন্ত্র সংক্রান্ত বিষয়, তা খতিয়ে দেখেছে পুলিশ।
জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে ফোয়াড়া মোড় সংলগ্ন পুরাতন হাসপাতাল গ্রাউন্ডের ভিতরে পৌরসভার ওই পার্কিং এরিয়ায় শৌচকর্ম করতে যান কয়েকজন। সেই সময়ই একটি ব্যাগের মধ্যে কাটা মুন্ডুটি দেখতে পান তাঁরা। ঝড়ের গতিতে খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। কাটা মুন্ডু দেখতে ভিড় জমান উৎসাহী জনতা।
ইতিমধ্যেই খবর যায় ইংরেজ বাজার থানার পুলিশের কাছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কাটা মুন্ডুটি উদ্ধার করা হয়। তারপর সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজে ও হাসপাতালের মর্গে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মুণ্ডুটি মধ্যবয়স্ক এক ব্যক্তির। তবে নিহত ব্যক্তির কোনওরকম পরিচয় জানা যায়নি। কীভাবে এই কাটা মুন্ডু টি এলাকায় এলো সে ব্যাপারেও তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। সেক্ষেত্রে ওই ব্যক্তিকে গলা কেটে খুন করা হয়েছে, নাকি এর নেপথ্যে তন্ত্রসাধনা বা বলি সংক্রান্ত যোগ রয়েছে সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।
শিলিগুড়িতে নৃশংস খুন
অন্যদিকে উত্তরবঙ্গের শিলিগুড়িতে সামনে এল আরও এক নৃশংস হত্যকাণ্ডের খবর। শিলিগুড়িতে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল ৩ ভাইয়ের বিরুদ্ধে। রবিবার গভীর রাতের ঘটনা। শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্রনগর এলাকায় ঘটেছে ঘটনাটি। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম মণীশ গুপ্তা । খুনের অভিযোগে ওই ৩ ভাইকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অঙ্কিত শর্মা, প্রভাত শর্মা ও রোহিত শর্মা। নিহতের পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে মহানন্দা নদীর পারে অঙ্কিতকে ডেকে পাঠিয়েছিলেন মণীশ। সেখানে যাওয়ার পর মণীশের সঙ্গে তাঁদের বচসা বাধে। অভিযোগ, এর পর হাতাহতি শুরু হয়। মণীশকে সেখানেই ছুরি দিয়ে বেশ কয়েক বার আঘাত করা হয়। এর পর ঘটনাস্থল থেকে অঙ্কিতরা পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় কয়েকজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মণীশকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন - ১ জানুয়ারি থেকে ব্যাঙ্কের নিয়মে বড় বদল, জরুরি তথ্য