Advertisement

Haroa Arms Smuggling: রাতের অন্ধকারে অস্ত্র বোঝাই গাড়ি! হাড়োয়ায় পুলিশের ফাঁদে ৪ পাচারকারী

রাতের অন্ধকারে গাড়িতে অস্ত্র পাচার হচ্ছে। আগেই খবর পেয়েছিল পুলিশ। সেই মতো লুকিয়ে ফাঁদ পেতেছিলেন STF-এর দুঁদে অফিসাররা। শেষমেশ প্ল্যান সাকসেসফুলও হল। পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের(STF) অভিযানে উদ্ধার হল বেআইনি অস্ত্র।

স্বপন কুমার মুখার্জি
  • হাড়োয়া,
  • 19 Apr 2025,
  • अपडेटेड 5:42 PM IST

রাতের অন্ধকারে গাড়িতে অস্ত্র পাচার হচ্ছে। আগেই খবর পেয়েছিল পুলিশ। সেই মতো লুকিয়ে ফাঁদ পেতেছিলেন STF-এর দুঁদে অফিসাররা। শেষমেশ প্ল্যান সাকসেসফুলও হল। পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের(STF) অভিযানে উদ্ধার হল বেআইনি অস্ত্র। ঘটনায় গ্রেফতার চার দুষ্কৃতী। বৃহস্পতিবার, ১৭ এপ্রিল রাতে ঘটনাটি ঘটে হাড়োয়া থানা এলাকার জোকার বিল এলাকায় হাড়োয়া-রাজারহাট রোডের উপর।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দোনলা আগ্নেয়াস্ত্র, একটি একনলা আগ্নেয়াস্ত্র ও একটি ৭ এমএম পিস্তল। এছাড়াও ১২ বোরের ৬ টি কার্তুজ, ৭.৬৫ বোরের ১১ টি গুলি। আটক করা হয়েছে গাড়িটিকে। ধৃতদের শুক্রবার, বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

রোমহর্ষক অভিযান

হাড়োয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে এস টি এফ–‌র ৪ সদস্যের একটি দল হাড়োয়া–‌রাজারহাট রোডের জোকার বিল এলাকায় অপেক্ষা করছিলেন। একটি সন্দেহভাজন গাড়ি দেখতেই সেটা আটক করেন তাঁরা। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি দোনলা আগ্নেয়াস্ত্র, একটি একনলা আগ্নেয়াস্ত্র ও একটি ৭ এমএম পিস্তল- সহ ১২ বোরের ৬ টি কার্তুজ, ৭.৬৫ বোরের ১১ টি গুলি।

গাড়িতে করে অস্ত্র পাচারের অভিযোগে চালক-সহ ৪ দুস্কৃতীকে গ্রেফতার করে এসটিএফ। ধৃতদের নাম আমিরুল মণ্ডল, আবু শাহিদ গাজি, গিয়াসউদ্দিন গাজি‌। গাড়ি চালকের নাম হাবিল মোল্লা। ধৃত ৪ জনেরই বাড়ি হাড়োয়ার গোপালপুরের পুকুরিয়া গ্রামে। ধৃতদের বিরুদ্ধে হাড়োয়া থানায় এফআইআর দায়ের করেছে এসটিএফ‌। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে এসটিএফ ও পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার পিছনে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বেআইনি অস্ত্র কারবারিদের সঙ্গে যোগ আছে কি না তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

সংবাদদাতা: তপন মণ্ডল

Read more!
Advertisement
Advertisement