IPL Ticket Scam: আইপিএল ম্যাচের টিকিট কিনতে গিয়ে প্রতারণার শিকার হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কলকাতার গিরিশ পার্ক এলাকায়। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, ধিরাজ মালি নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আশিস শর্মা নামে এক ব্যক্তির পোস্ট দেখেন। সেখানে আইপিএল ২০২৫-এ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)-র ম্যাচের টিকিট বিক্রির বিজ্ঞাপন ছিল। এরপর ধিরাজ ওই ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং গিরিশ পার্কে পৌঁছান।
ওখানে ধিরাজের সাক্ষাৎ হয় পীযূষ মহিন্দ্রা নামে এক ব্যক্তির সঙ্গে। ২০ হাজার টাকার বিনিময়ে ধিরাজকে একটি খাম দেওয়া হয়। খাম খুলে তিনি দেখেন, তার ভিতরে রয়েছে ২টি ২০০০ টাকার টিকিট এবং ২টি কমপ্লিমেন্টারি টিকিট। তখনই তিনি বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন।
এরপর ধিরাজ আশিস শর্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তবে আশিস আর ধিরাজের ফোন রিসিভ করেননি বলে অভিযোগ। এরপর ধিরাজ গিরিশ পার্ক থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে ২ জনকে:
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর পীযূষ মহিন্দ্রা এবং কমল হোসেন নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বেশকিছু টিকিট, ২টি মোবাইল ফোন এবং নগদ ২০,৬০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনায় আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতারকচক্রের মূল পান্ডাদের ধরতে অভিযান চলছে।