Advertisement

Jaynagar Crime: Reels বানানো নিয়ে বচসা, জয়নগরে স্ত্রীকে বঁটি দিয়ে কুপিয়ে মারল স্বামী

রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোডই হল কাল! স্বামীর হাতে নৃশংসভাবে খুন মহিলা। বঁটি দিয়ে গলার নলি কেটে খুন স্বামীর। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায়। মৃতার নাম অপর্ণা বৈদ্য (২৮)।

জয়নগরে স্ত্রীকে বঁটি দিয়ে খুন স্বামীরজয়নগরে স্ত্রীকে বঁটি দিয়ে খুন স্বামীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2023,
  • अपडेटेड 2:01 PM IST
  • রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোডই হল কাল!
  • স্বামীর হাতে নৃশংসভাবে খুন মহিলা
  • ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকা

Crime: রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোডই হল কাল! স্বামীর হাতে নৃশংসভাবে খুন মহিলা। বঁটি দিয়ে গলার নলি কেটে খুন স্বামীর। ঘটনাটি ঘটেছে জয়নগর থানা এলাকার হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের নলিকাটার মোড় এলাকায়। মৃতার নাম অপর্ণা বৈদ্য (২৮)। জানা যায়, সন্দেহের বসে স্ত্রীর গলার নলি কেটে খুন করেন স্বামী। ঘটনার পর থেকে পলাতক স্বামী। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

রান্নাঘরে রান্নার সময়ই স্ত্রীকে বটি দিয়ে গলার নলি কেটে খুন করে স্বামী। পাশে পড়ে থাকতে দেখা যায় কাটা সবজি। গ্যাস ওভেনে উল্টে চায়ে বাসন। জানা যায়, মাঝেমধ্যেই ঝগড়া-অশান্তি লেগে থাকত তাদের মধ্যে। 

মগরাহাট এলাকার বাসিন্দা অপর্না বৈদ্যের সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয়েছিল পরিমল বৈদ্যের। পেশায় রাজমিস্ত্রি। সোশাল মিডিয়ায় রিলস বানাত অপর্ণা। তার বেশকিছু বন্ধুবান্ধব ছিল। তার জেরেই অশান্তি লেগে থাকত বলে জানা যায়। মাঝখানে কিছুদিনের জন্য স্বামীকে ছেড়ে চলে গিয়েছিলেন তিনি। তাদের এক ছেলে ও এক মেয়েও আছে। ছেলের সপ্তম শ্রেণি, মেয়ে পড়ে নার্সারিতে। ছেলে অয়ন বৈদ্য জানিয়েছে, "প্রায়ই বাবা ও মায়ের মধ্যে ঝামেলা হত। বাবা মাকে মেরে ফেলার হুমকি দিত। এদিন টিউশান পড়ে এসে দেখি মা পড়ে আছে। আমি জানি বাবাই গলা কেটেছে।"

প্রতিবেশী জানান, "তাদের মধ্যে অশান্তি ঝগড়া লেগেই থাকত। সংসারে ঝামেলা হত। এসে দেখি গলা বটি দিয়ে কাটা। মহিলা পড়ে আছেন।"

Read more!
Advertisement
Advertisement