Advertisement

Kolkata Crime: কলকাতায় আদালতে পুলিশকর্মীর রক্তাক্ত দেহ, কপালে গুলির গভীর ক্ষত, মৃত্যু ঘিরে রহস্য

ডালহৌসির নগর দায়রা আদালত চত্বরে এক বিচারকের দেহরক্ষীর দেহ উদ্ধার। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই দেহরক্ষী নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি করেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বুধবার সকালে স্থানীয়েরা ওই দেহরক্ষীর দেহ আদালত চত্বরে পড়ে থাকতে দেখেন।  ঘটনাস্থলে পুলিশ আধিকারিক হোমি সাইড শাখা এবং পুলিশ কুকুর এসে গোটা ঘটনার তদন্ত করছে।

ডালহৌসির নগর দায়রা আদালত চত্বরে এক বিচারকের দেহরক্ষীর দেহ উদ্ধারডালহৌসির নগর দায়রা আদালত চত্বরে এক বিচারকের দেহরক্ষীর দেহ উদ্ধার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2025,
  • अपडेटेड 11:21 AM IST

ডালহৌসির নগর দায়রা আদালত চত্বরে এক বিচারকের দেহরক্ষীর দেহ উদ্ধার। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই দেহরক্ষী নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি করেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বুধবার সকালে স্থানীয়েরা ওই দেহরক্ষীর দেহ আদালত চত্বরে পড়ে থাকতে দেখেন।  ঘটনাস্থলে পুলিশ আধিকারিক হোমি সাইড শাখা এবং পুলিশ কুকুর এসে গোটা ঘটনার তদন্ত করছে।

জানা যায়, চেয়ারে বসে থাকা অবস্থায় ওই দেহরক্ষীর দেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশেই পড়েছিল পুলিশকর্মীর সার্ভিস রিভলবার৷ প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, গুলি চালিয়ে নিজেই আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী৷

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ওই পুলিশকর্মীর নাম গোপাল নাথ৷ তিনি নগর দায়রা আদালতের এক বিচারকের দেহরক্ষী ছিলেন৷ বুধবার সকাল সাতটা নাগাদ গুলির শব্দ পেয়ে আদালত চত্বরে কয়েকজন ছুটে আসেন। ঘটনাস্থলে আদালত চত্বরে থাকা অন্যান্য পুলিশকর্মীরা ছুটে আসেন৷ সেসময় দেখা যায় রক্তাক্ত অবস্থায় দেহ চেয়ারে পড়ে আছে।

এরপর ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের গোয়েন্দা দফতর। হোমি সাইড শাখা এবং পুলিশ কুকুর এসেছে। ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করছেন বিশেষজ্ঞরা৷ বন্দুকে ওই পুলিশকর্মীর হাতের ছাপ আছে কিনা তদন্ত করছে পুলিশ। নিহত পুলিশকর্মীর সার্ভিস রিভলবারটিও বাজেয়াপ্ত করা হয়েছে৷ ময়নাতদন্তের জন্য কলকাতা মেডিক্যাল কলেজে দেহ পাঠিয়েছে পুলিশ।
 

Read more!
Advertisement
Advertisement