
ইন্টারভিউ দিতে ডেকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। 'আত্মরক্ষার্থে' ব্লেড দিয়ে ব্যক্তির যৌনাঙ্গ কেটে দিলেন মহিলা। হুগলির কোন্নগরের মনসাতলা এলাকার ঘটনা।
ইন্টারভিউয়ে ডেকে হেনস্থা
জানা গিয়েছে, কোন্নগরে ভাড়া থাকেন অভিযুক্ত। চুঁচুড়ায় বাড়ি। কোন্নগরে এসি, টিভি, কিচেন চিমনি মেরামত, সার্ভিসিংয়ের কাজ করতেন।
সম্প্রতি উত্তরপাড়ায় কিচেন চিমনি সারাতে গিয়ে এক মহিলার সঙ্গে তাঁর আলাপ হয়। কথায় কথায় তাঁকে ৭ হাজার টাকা বেতনে রিসেপশনিস্টের কাজ পেতে সাহায্য করবেন বলে জানান। সেই মতো সোমবার মহিলাকে ইন্টারভিউয়ের জন্য় কোন্নগরে তাঁর বাড়িতে আসতে হবে বলে জানান।
ইন্টারভিউ দিতে স্বামীর সঙ্গে কোন্নগরে আসেন মহিলা। এরপর তিনি ওই ব্যক্তির বাড়িতে যান। সেখানে মহিলার স্বামী বাইরেই অপেক্ষা করছিলেন। ভিতরে যান মহিলা।
তাঁর কথায়, ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দরজায় ছিটকিনি দিয়ে দেন অভিযুক্ত ব্যক্তি। 'দরজা বন্ধ করছেন কেন?' প্রশ্ন করাতে জানান মশা ঢুকবে।
এরপর চেয়ারে বসে নিজের মতো ফোন ঘাঁটছিলেন মহিলা। পিছনে দাঁড়িয়ে কথা বলছিলেন ওই ব্যক্তি। হঠাতই পিছন থেকে মহিলাকে ওই ব্যক্তি জড়িয়ে ধরেন বলে অভিযোগ। আতঙ্কিত মহিলা দেখেন ওই ব্যক্তি সম্পূর্ণ নগ্ন। প্রচণ্ড বলপ্রয়োগ করে এরপর অভিযুক্ত তাঁর পোশাক খোলার চেষ্টা করেন বলে দাবি মহিলার।
প্রচন্ড ধ্বস্তাধ্বস্তির মধ্যেই হঠাৎ হাতের কাছে একটি ব্লেড পান মহিলা। সঙ্গে সঙ্গে সেটি অভিযুক্তের যৌনাঙ্গে চালিয়ে দেন। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়ে অভিযুক্ত।
কোনমতে দরজা খুলে 'বাঁচাও, বাঁচাও' বলে চিৎকার করে বেরিয়ে আসেন ওই মহিলা।
চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসেন। মহিলার স্বামীও আসেন। দেখেন মহিলা দৃশ্যতই বিধ্বস্ত। ঘরের ভিতর সম্পূর্ণ নগ্ন অবস্থায় পড়ে অভিযুক্ত। যৌনাঙ্গ রক্তাক্ত।
এরপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে অভিযুক্তকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সেখানে সে চিকিৎসাধীন। অন্য়দিকে মহিলা ও তাঁর স্বামীকে উত্তরপাড়া থানায় নিয়ে আসা হয়। মহিলার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করা হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।