Advertisement

Anmol Bishnoi Arrest: আমেরিকায় গ্রেফতার লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই

Anmol Bishnoi Arrest: ন্যাশনাল ইনভেস্টিগটিং এজেন্সি (NIA) সম্প্রতি আনমোল বিষ্ণোইয়ের ওপর ১০ লক্ষ টাকা পুরস্কারমূল্য ঘোষণা করেছিল যে তার তথ্য দিতে পারবে তাকে এই অর্থ মূল্যের পুরস্কার দেওয়া হবে।

আমেরিকায় গ্রেফতার লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Nov 2024,
  • अपडेटेड 12:22 AM IST

Anmol Bishnoi Arrest: গ্যাংস্টার লরেন্স বিষ্ণাইয়ের ভাই অনমোল বিষ্ণাইকে আমেরিকাতে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী আনমোল ক্যালিফোর্নিয়ায় অ্যারেস্ট হয়েছেন। অনমোল, আমেরিকায় রয়েছেন এ বিষয়ে সেদেশের অফিসাররা কিছুক্ষণ আগেই নিশ্চিত করেছেন। এরপরে মুম্বই পুলিশ অনমোলকে প্রত্যর্পণের জন্য একটা প্রস্তাব পাঠিয়েছে। এর কিছুদিন পরে পুরো ঘটনাটি সামনে এসেছে। সলমান খানের বাড়ির বাইরে ফায়ারিং এবং বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের সঙ্গে কিছু হাইপ্রোফাইল অপরাধের অভিযুক্ত হিসেবে তার নাম রয়েছে।

ন্যাশনাল ইনভেস্টিগটিং এজেন্সি (NIA) সম্প্রতি আনমোল বিষ্ণোইয়ের ওপর ১০ লক্ষ টাকা পুরস্কারমূল্য ঘোষণা করেছিল যে তার তথ্য দিতে পারবে তাকে এই অর্থ মূল্যের পুরস্কার দেওয়া হবে। অনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে ২০২২-এ অভিযোগ দায়ের করা হয়েছিল। গত মাসে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল কোর্ট, মহারাষ্ট্র কন্ট্রোল অফ অর্গানাইজ ক্রাইম অ্যাক্ট এই দাবি করেছিল। পলাতক অপরাধী অনমোল বিষ্ণোইকে প্রত্যর্পনের প্রক্রিয়া শুরু করা উচিত বলে তারা জানিয়েছে।

হাইপ্রোফাইল অপরাধের অভিযোগ
লরেন্স এবং অনমোল বিষ্ণোইকে ১৪ এপ্রিল বান্দ্রা এলাকায় বলিউড অভিনেতা সলমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর মামলায় মুম্বই পুলিশ ওয়ান্টেড ঘোষণা করেছিল। এই কেসে দায়ের চার্জশিটে পুলিশ লরেন্স বিষ্ণোই এবং আনমোল বিষ্ণোইয়ের নাম অভিযুক্ত হিসেবে নথিবদ্ধ করে। অনমোল বিষ্ণোই, সলমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দায় স্বীকার করে। যার পরে তার বিরুদ্ধে একটা লুকআউট সার্কুলার জারি করা হয়।

দুই ভাই এনসিপি নেতা এবং প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকী মার্ডার কেসের অন্যতম অভিযুক্ত। যাকে ১২ অক্টোবর তার বিধায়ক পুত্র জিশান সিদ্দিকীর অফিসের সামনে তিনজন বন্দুকবাজ গুলি করে হত্যা করে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তদন্তে জানা গিয়েছে বাবা সিদ্দিকী হত্যার পর পুনেতে একটা বড় নেতাও বিষ্ণোই গ্যাংয়ের রাডারে ছিল। সম্প্রতি তিহার জেলে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডের গ্রেপ্তার অভিযুক্ত আফতাব পুনাওয়ালার আশপাশে সুরক্ষা বাড়িয়ে দিয়েছে। কারণ বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের তদন্ত সময়ে জানা গিয়েছে যে বিষয়ে পুনাওয়ালাও বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে রয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement